বিনোদন ডেস্ক : ঈদে একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের লক্ষ্যে কৌশিক শংকর দাশ নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক কল্পকথা। উত্তরার বিভিন্ন মনোরম লোকেশনে নাটকটির দৃশ্য ধারনের কাজ শেষ হয়েছে। নাটকটিতে অভিনয় করেছেন সজল, অর্ষা ও উজ্জ্বল চৌধুরীসহ আরো অনেকে। নাটকটি সম্পর্কে সজল বলেন, খুব চমৎকার একটি গল্পে কাজ করলাম। কাজটিতে অনেক ভিন্নতা আছে। কল্পকথা নাটকের নামের সাথে গল্পটির স্বার্থকতা রয়েছে। অর্ষা বলেন, অনেক দিন পর অসাধারণ একটি কাজ করলাম। আমি এর বেশি কিছু বলবোনা। নাটকটি নিয়ে আমি বেশ আশাবাদী। উজ্জ্বল চৌধুরী বলেন, আসছে ঈদের সেরা নাটকগুলোর মধ্যে অন্যতম একটি নাটক হবে কল্পকথা। নাটকটিতে কাজ করে খুব উপভোগ করেছি। আশা করি দর্শকদের ভালো লাগবে। নাটকটি রচনা করেছেন জহির করিম। সম্পূূর্ণ ভিন্ন ধরনের গল্প নিয়েই মূলত এ নাটকের কাহিনী আবর্তিত হয়েছে বলে জানান পরিচালক।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন