শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

খুলনায় আনন্দ মণ্ডল হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৯, ৮:২৫ পিএম

খুলনার বটিয়াঘাটার আনন্দ মণ্ডল হত্যা মামলায় আটজনের যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। 

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- প্রমোদ মণ্ডল, অশোক মণ্ডল, অমর মণ্ডল, নির্মল ওরফে নিমাই মণ্ডল, গোলক মণ্ডল, রমেশ মণ্ডল, নিশাকর মণ্ডল ও বিকাশ বালা। রায়ে পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে। আর মামলার ১৪ আসামির মধ্যে একজন মারা গেছেন।

বুধবার বিকেলে খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাইফুজ্জামান হিরো এ আদেশ দেন।

আদালত ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি আরিফ মাহমুদ লিটন।

মামলার বিবরণে জানা গেছে, ১৯৯৯ সালের ৩০ মে রাতে পূর্ব শত্রুতার জের ধরে বটিয়াঘাটা উপজেলার হোগলাবুনিয়া সুইস গেটের কাছে আনন্দ মণ্ডলকে কুপিয়ে ফেলে রেখে যায় আসামিরা। পরে চিকিৎসাধীন অবস্থায় ২ জুন আনন্দ মÐল মারা যায়। পরদিন আনন্দ মণ্ডলের স্ত্রী দেবলা মণ্ডল বাদী হয়ে বটিয়াঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ এ মামলায় ২০০৮ সালের ২০ অক্টোবর ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন