বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কুমিল্লায় শিশু অপহরণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার, | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:০৩ পিএম

কুমিল্লায় শিশু অপহরণ ও মুক্তিপণ আদায়ের মামলায় আবু ইউসুফ নামে এক অপহরণকারিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন কুমিল্লার আদালত।


বুধবার (৮ ফেব্রুআরি) দুপুর ১২টায় এ রায় দেন কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০১ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। রায় ঘোষণার সময় আসামী আবু ইউসুফ আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত আসামী আবু ইউসুফ নোয়াখালী জেলার সেনবাগ থানার ঠনারপাড় (আবুল খায়ের মেম্বারের বাড়ী) নিবাসী মোঃ ইসমাইলের ছেলে।

অপহৃত শিশুর নাম আনাস ইসলাম নুহিন (১০)। সে কুমিল্লা সদর দক্ষিণের লালমাইয়ের রাইপুর গ্রামের মো. খোরশেদ আলমের পুত্র।


মামলার বিবরণে জানাযায়- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালমাইয়ের রাইপুর গ্রামের খোরশেদ আমলের দশ বছর বয়সী শিশু সন্তান আনাস ইসলাম নাহিদ ২০২১ সালের ৮ এপ্রিল বিকেল ৪ টার দিকে আইসক্রিম কেনার জন্য দশ টাকা নিয়ে সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার ভাড়া বাসা হতে বের হয়ে পাশের দোকানে গেলে সে নিদিষ্ট সময়ের মধ্যে ফিরে না আসায় অনেক খোঁজাখুজির পর পরদিন সদর দক্ষিণ মডেল থানায় সাধারণ ডায়রী করেন তার পিতা খোরশেদ আলম।

এদিন অপহরণকারি মোবাইল ফোনে শিশু নাহিদের পিতার কাছে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে শিশুটিকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। নিরুপায় হয়ে শিশুটির পিতা খোরশেদ আলম তিনধাপে ৩৫ হাজার টাকা অপহরণকারির পাঠানো নগদ নাম্বারে প্রেরণ করলে কুমিল্লা সদরের আলেখার চর বিশ্বরোড এলাকায় মুক্তিযোদ্ধা চত্বরের উত্তর পাশে শিশুটিকে রেখে অপহরণকারিরা চলে যায়।

ওই স্থানের ভিডিও ফুটেজ সংগ্রহ করে তদন্তকারী কর্মকর্তা এসআই খালেকুজ্জামান অপহরণকারি ইউসুফকে গ্রেফতার করে। আদালতে আসামী ইউসুফ ঘটনার স্বীকারোক্তিমুলক জবানবন্দী দেয়। ওই বছরের ২৫ জুলাই আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দেওয়া হয়। এরপর আসামীর বিরুদ্ধে চার্জগঠনসহ আটজন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার (৮ ফেব্রুআরি) তাকে যাবজ্জীবন কারদণ্ডের রায় দেন আদালত।

রাষ্ট্রপক্ষের কৌশলী এডভোকেট প্রদীপ কুমার দত্ত বলেন, এ রায়ে আমরা খুশি। মামলার বাদী ন্যায় বিচার পেয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন