শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ মে, ২০২২, ৫:৩৭ পিএম

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় হেরোইন ব্যবসায়ী জাহির হোসেনকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালাত। এছাড়াও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদন্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে আসামির উপস্থিততে অতিরিক্ত জেলা দায়রা জজের বিচারক রবিউল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গড়াইপাড়া এলাকার মৃত আশরাফুলের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) আঞ্জুমান আরা জানান, গত ২০১৮ সালের ২২ সেপ্টেম্বর সুন্দরপুর ইউনিয়নের খড়িবোনা গ্রামে অভিযান চালিয়ে ১ কেজি ১২৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে র‍্যাপিড ব্যটলিয়ন অ্যাকশন (র‍্যাব)। ওই দিন র‌্যাব-৫ এর উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ বাদী হয়ে সদর থানায় মামলা করেন।

তিনি আরও বলেন, এ মলার তদন্ত কর্মকর্তা তৎকালীন উপপরিদর্শক ওসামান গনি ২০১৮ সালের ২০ অক্টোবর জাহিরকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন