বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ভোলার বাপ্তার জোড়া খুনের মামলায় ২ জনের মৃত্যদন্ড ও ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড।

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২২, ৪:২২ পিএম

ভোলার বাপ্তার আলোচিত জোড়া খুনের মামলায় মো. মামুন উর রশিদ মামুন ও মো. ফিরোজ নামের দুই জনকে মৃত্যুদণ্ড ও মো. শরীফ নামের এক যুবককে যাবজ্জীবন (আমৃত্যু) কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যকের ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার দুপুর ২ টায় ভোলা জেলা ও দায়রাজজ আদালতের বিজ্ঞ বিচারক মো. মহসিনুল হক এ রায় প্রদান করেন। এসময় মো. আরিফ ও রেহানা বেগম নামের দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১৩ মে রাতে সদর উপজেলার মধ্যে বাপ্তা এলাকায় জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে জাহিদ ও মাসুম নামের দুই জনকে কুপিয়ে হত্যা করে আসামিরা।
দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার দণ্ডবিধির ৩৪ ও ৩০২ ধারা মোতাবেক দুই আসামিকে মৃত্যুদণ্ড ও এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট সৈয়দ আশ্রাফ হোসেন লাভু ও অ্যাড.স্বপন কৃষ্ণ দে।
রায়ে নিহত মাসুমের বাবা মামলার বাদী মোস্তাফিজুর রহমান সন্তোষ প্রকাশ করেন। এবং দ্রুত পলাতক আসামী ফিরোজ কে গ্রেপ্তারের দাবি করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন