মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইতি, তোমারই ঢাকা

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

শ্রীলংকার সীমান্তবর্তী শহর জাফনায় ৩ থেকে সেপ্টেম্বর সপ্তাহব্যাপি অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘৫ম জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। এই উৎসবে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে বাংলাদেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘ইতি, তোমারই ঢাকা’। গত বছরের অক্টোবরে এশিয়ার সবচেয়ে বড় ও সম্মানজনক চলচ্চিত্র উৎসব ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ২৩ তম আসরে ওয়ার্ল্ড প্রিমিয়ারের মধ্য দিয়ে শুরু হয়েছিল ‘ইতি, তোমারই ঢাকা’র যাত্রা। মুক্তির আগেই এ পর্যন্ত ছবিটি বিশ্বের প্রায় ১৫টি চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে। গত ৩০ এপ্রিল অনুষ্ঠিত ‘কাজান আন্তর্জাতিক মুসলিম চলচ্চিত্র উৎসব’-এর ১৫তম আসরে ছবিটি ‘রাশিয়ান গিল্ড অব ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ড’ জিতে নেয়’। এতে অভিনয় করেছেন তিশা, ফজলুর রহমান বাবু, স্পশিয়া, ইরেশ যাকের, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। ছবিটি নির্মাণ করেছেন মোট ১১ জন তরুণ পরিচালক। তাঁরা হলেন, আবদুল্লাহ আল নুর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, গোলাম কিবরিয়া ফারুকী, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, মো. রবিউল আলম, তানভীর আহসান, নুহাশ হুমায়ূন, রাহাত রহমান, সৈয়দ সালেহ আহমেদ সোবহান ও সৈয়দ আহমেদ শাওকী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন