বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী জীবন

মহানবীর সা. ধারাবাহিক জীবনী

প্রকাশের সময় : ১২ জুন, ২০১৬, ১২:০০ এএম

হোদায়বিয়ার সন্ধির পর সামরিক তৎপরতা
গোযওয়ায়ে যী কারাদ
এ অভিযান বনু ফাজারার একটি অংশের বিরুদ্ধে পরিচালিত হয়। এর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পশুপালের ওপর হামলা করেছিলো। এই হামলার প্রতিশোধ গ্রহণের জন্যেই সাহাবাদেরসহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ অভিযান পরিচালনা করেন।
হোদায়বিয়ার সন্ধির পর এবং খয়বর অভিযানের আগে এটি ছিলো প্রথম ও একমাত্র অভিযান। ইমাম বোখারী (রা.) উল্লেখ করেছেন, খয়বর অভিযানের মাত্র তিনদিন আগে এটি পরিচালিত হয়। হযরত সালমা ইবনে আকওয়া (রা.) থেকে এ সম্পর্কিত বিস্তারিত বিবরণ উল্লেখ রয়েছে। সহীহ মুসলিম শরীফেও তার বর্ণনা রয়েছে। সীরাত রচয়িতারা লিখেছেন, এ ঘটনা ঘটেছিলো হোদায়বিয়ার সন্ধির আগে। কিন্তু একথা ঠিক নয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন