মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সিরিজে এগিয়ে গেল কিউইরা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৪৬ এএম

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে কিউইরা। টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৭৪ রান করে লঙ্কানরা। জবাবে ব্যাট করতে নেমে তিন বল হাতে রেখে জয় তুলে নেয় সফরকারীরা।
গতকাল রোববার (১ সেপ্টেম্বর) পাল্লেকেলেতে ১৭৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ওপেনার কলিন মুনরোর উইকেট তুলে নেন লাসিথ মালিঙ্গা। এরপর দলীয় ১৮ রানে বিদায় নেন আরেক ওপেনার মার্টিন গাপটিল।
ব্যক্তিগত ১৫ রান করে টিম সেইফার আউট হলে ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে কিউইরা। চতুর্থ উইকেটে নিউজিল্যান্ডকে ম্যাচে ফেরান কলিন ডি গ্রান্ডহোম ও রস টেইলর। ৭৯ রানের জুটি গড়ে দলকে জয়ের কক্ষপথেই রাখেন তারা।
কিন্তু ২৮ বলে ৪৪ রান করা গ্রান্ডহোমকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন অভিজ্ঞ মালিঙ্গা। এরপর দলীয় ১৪৪ রানে টেলরকে ব্যক্তিগত ৪৮ রানে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন হাসারাঙ্গা ডি সিলভা।
এর পরপরই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর খেলা আবার শুরু হলে ম্যাচের জয়ের বাকি কাজটুকু সারেন ড্যারিল মিচেল ও মিচেল স্যান্টনার। তিন বল হাতে রেখে জয়ের জন্য প্রয়োজনীয় ১৭৫ রান তুলে নেয় কিউইরা। ড্যারিল ১৯ বলে ২৫ ও স্যান্টনার ৮ বলে ১৪ রানে অপরাজিত ছিলেন।
শ্রীলঙ্কার মালিঙ্গা ও হাসারাঙ্গা দু’টি এবং আকিলা ধনঞ্জয়া একটি উইকেট করে উইকেট নেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে কুশল মেন্ডিসের ব্যাটিং দৃঢ়তায় ৫ উইকেটে ১৭৪ রানের সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা। সর্বোচ্চ ৭৯ রান আসে কুশলের ব্যাট থেকে। এছাড়া ডিকভেলা ৩৩ রান করেন। কিউই বোলার টিম সাউদি দু’টি ও স্যান্টনার একটি উইকেট নেন। রস টেইলর ম্যাচ সেরা হয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন