শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

রিয়েলিটি টিভি পাতানো নয় : সানি লিওনি

প্রকাশের সময় : ১২ জুন, ২০১৬, ১২:০০ এএম

সানি লিওনি ‘বিগ বস’ এবং ‘স্পিøটসভিলা’র মত রিয়েলিটি টিভি শোতে কাজ করেছেন, তিনি বলেছেন এসব শো পূর্বপরিকল্পিত নয়।
‘মাস্তিজাদে’ অভিনেত্রীটি জানান রিয়েলিটি শোতে মাঝে মাঝে এমন সব ঘটনা ঘটে যা সাধারণ মানুষকে যেমন নাড়া দেয় তেমনি সেটে উপস্থিতদেরও। “আমি রিয়েলিটি টেলিভিশন পছন্দ করি। আমি জানি অনেকে মনে করে এর সবই পূর্বপরিকল্পিত, আসলে তা নয়। এমন সব ঘটনা ঘটতে দেখেছি যা ঘটতে পারে এমন আগে কখনও ভাবিনি,” সানি লিওনি বলেন।
“আমরা জানিনা অন্যরা কী ভাবছে। তাদের কাজ এমন অবস্থার সৃষ্টি করে যে সব কিছু বদলে যায়,” তিনি বলেন।
সানি ‘এমটিভি স্পিøটসভিলা’র নবম মৌসুমে ফিরছেন। এই রিয়েলিটি শোতে ১৫জন অংশগ্র্রহণকারী তরুণ ছয়জন তরুণীকে জয় করার জন্য প্রতিযোগিতায় নামবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন