শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

রাশিয়ায় সামরিক মহড়ায় যোগ দিচ্ছে চীন-পাকিস্তান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৩ এএম


রাশিয়ায় অনুষ্ঠিতব্য ‘সেন্টার ২০১৯’ শীর্ষক আঞ্চলিক সামরিক মহড়ায় যোগ দিচ্ছে চীন ও পাকিস্তান। ১৬ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী এই মহড়া অনুষ্ঠিত হবে বলে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন। এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে মুখপাত্র সিনিয়র কর্নেল রেন গুওকিয়াং বলেন যে পিএলএ’র ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড থেকে চীন ১,৬০০ সেনা পাঠাবে। সেই সাথে থাকছে ৩০০ সামরিক সরঞ্জাম, ৩০টি ফিক্সড-উইং এয়ারক্রাফট ও হেলিকপ্টার। ওরেনবার্গে অনুষ্ঠিতব্য এটাই চলতি বছর রাশিয়ার সবচেয়ে বড় সামরিক মহড়া। মধ্য এশিয়ার সামরিক নিরাপত্তা রক্ষার জন্য সন্ত্রাস দমন মিশন পরিচালনাকারী বহুজাতিক সম্মিলিত বাহিনীর উপর নজর দিয়ে এই মহড়ায় পাকিস্তান, কাজাখস্তান, ও কিরঘিজিস্তানসহ আরো ছয়টি দেশ যোগ দেবে। চীন ও রাশিয়ার মধ্যে ব্যাপকভিত্তিক কৌশলগত অংশীদারিত্ব সমন্বয় শক্তিশালী করা, সামরিক পরিমÐলে বিচক্ষণ ও বন্ধুত্বপ‚র্ণ সহযোগিতা করার লক্ষ্যে আসন্ন মহড়াটির আয়োজন করা হয়েছে। রেন বলেন, এই মহড়া নিরাপত্তা হুমকি মোকাবেলা ও আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা সুরক্ষায় অংশগ্রহণকারী বহুজাতিক সম্মিলিত বাহিনীর সামর্থ বৃদ্ধি করবে। কোন তৃতীয় পক্ষকে লক্ষ্য করে বা কোন সুনির্দিষ্ট আঞ্চলিক পরিস্থিতির জন্য এই মহড়া চালানো হচ্ছে না। এসএএম।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন