জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উদযাপনের লক্ষ্যে ‘হাসুমণির পাঠশালা’ আয়োজন করছে ‘বঙ্গবন্ধু ছবিমেলা’। আগামী বছর ২০২০ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে সুবিধাজনক যে কোনো সময় এ মেলা ঢাকায় অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু ছবিমেলা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণ, সোহরাওয়ার্দী উদ্যান অথবা জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। গত রোববার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে হাসুমণির পাঠশালা'র সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু ছবিমেলার আহŸায়ক শিল্পী শাহাবুদ্দিন আহমেদ এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠকরেন বঙ্গবন্ধু ছবিমেলার সদস্য সচিব ও হাসুমণির পাঠশালার সভাপতি মারুফা আক্তার পপি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, একুশে পদক প্রাপ্ত অধ্যাপক জালাল উদ্দিন আহমেদ, চারুশিল্পী সংসদের সভাপতি মনিরুজ্জামান, সাবেক সংসদ সদস্য অধ্যাপক আব্দুল মান্নান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্ট অব ফিল্ম এন্ড টেলিভিশন এর চেয়ারমেন অধ্যাপক জুনায়েদ হালিম ও বিশিষ্ট শিল্পীবৃন্দ। বঙ্গবন্ধু ছবিমেলার আহŸায়ক শিল্পী শাহাবুদ্দিন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাটা জীবন শুধু বাঙালি বাঙালি এবং বাঙালি করেছেন। বঙ্গবন্ধুর সমস্ত চিন্তা-ভাবনা, স্বপ্ন বাংলাদেশ ও বাঙালিকে ঘিরেই ছিল। আমাদের সবাইকে বঙ্গবন্ধুর খাঁটি বাঙালিতে পরিণত হতে হবে। জয় বাংলা ¯ে¬াগান তো আকাশ থেকে পড়েনি। জয় বাংলা আমাদের ¯ে¬াগান, মুক্তিযুদ্ধের ¯ে¬াগান। কিন্তু অনেকেই জয় বাংলা বললে বলে এটা আওয়ামী লীগের ¯ে¬াগান। কে কি বললো তাতে কিছু যায় আসে না। সংবাদ সম্মেলনে জানানো হয়, হাসুমণির পাঠশালা ঢাকাসহ আটটি বিভাগের শিল্পীদের নিয়ে আর্টক্যা¤প আয়োজন করবে। আর্টক্যা¤েপ আঁকা চিত্রকর্ম নিয়ে আয়োজন করা হবে একটি প্রদর্শনীর। বঙ্গবন্ধু ছবিমেলায় একটি সাংস্কৃতিক মঞ্চ থাকবে। মঞ্চে প্রতিদিন বঙ্গবন্ধুকে নিয়ে গান, পুঁথিপাঠ, কবিতা আবৃত্তি, মঞ্চনাটক, চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হবে। এছাড়াও শিশুদের জন্য থাকবে শিশু কর্ণার। বঙ্গবন্ধুর শৈশব নিয়ে গ্রাফিক্স চলচ্চিত্র ও সিরিজ চিত্রকর্ম ‘খোকা যখন ছোট্ট ছিলেন’ প্রদর্শন করা হবে। বঙ্গবন্ধু ছবিমেলায় যে সব প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করতে আগ্রহী আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে তাদের রেজিস্ট্রেশন করতে হবে। এছাড়াও ব্যক্তিগতভাবে যেকোনো শিল্পী অংশগ্রহণ করতে চাইলে পারবেন। আগামী ১ নভেম্বর থেকে হাসুমণির পাঠশালা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন ফর্ম পাওয়া যাবে। সংবাদ সম্মেলনের শুরুতেই শিল্পী শাহাবুদ্দিনসহ অন্যরা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শিল্পী শাহাবুদ্দিন একটি মশাল ও বঙ্গবন্ধুর ছবি আঁকার মধ্য দিয়ে বঙ্গবন্ধু ছবিমেলার উদ্বোধন ঘোষণা করেন। সংবাদ সম্মেলন শেষে উপস্থিত শিল্পীগণ বঙ্গবন্ধুর মুরালের সামনে ১০০টি মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন