বিনোদন ডেস্ক : ঈদ উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যানসির দ্বৈত অ্যালবাম। পাঁচটি গান দিয়ে সাজানো হচ্ছে অ্যালবামটি। ইতোমধ্যে ন্যানসি পাঁচটি গানেই কণ্ঠ দিয়েছেন। একটি গানে দ্বৈতকণ্ঠ দেবেন ইমরান। বাকি চারটি গানে কোন কোন শিল্পী কণ্ঠ দেবেন তা এখনও ঠিক হয়নি। রোজার ঈদকে সামনে রেখে অ্যালবামটি বাজারে আনছে প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস। সবগুলো গানের সুর এবং সঙ্গীত পরিচালনা করেছেন ইমরান। গানগুলো লিখেছেন ¯েœহাশীষ ঘোষ। ন্যানসি বলেন, এই প্রথম এমন কোন অ্যালবাম করছি যার প্রতিটি গানই হবে দ্বৈত। পাঁচটি গানের সহ-শিল্পীও পাঁচজন পৃথক কণ্ঠশিল্পী। সুতরাং অ্যালবামটিতে শ্রোতারা বৈচিত্র খুঁজে পাবেন বলে বিশ্বাস আমার। ইমরান এবং ¯েœহাশীষ যতœ নিয়ে অ্যালবামটি সাজিয়েছে। ইমরান বলেন, আমি অনেক আগে থেকেই ন্যানসি আপুর কণ্ঠের ভক্ত। তার দ্বৈত অ্যালবামের সবগুলো গানের সুর এবং সঙ্গীত পরিচালনা করছি, বিষয়টা অবশ্যই ভালো লাগার মতো। চেষ্টা করেছি গানগুলোর কথা এবং সুরের ভালো একটি সমন্বয় করতে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন