ঠিকাদারী প্রতিষ্ঠান শ্রমিক সরবারহ করতে না পারায়, ভোমরা স্থলবন্দরে সকল প্রকার পণ্য খালাস বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে সব ধরনের লোড-আনলোড বন্ধ থাকায় শতাধিক আমদানিকৃত পণ্যবাহী ভারতীয় ট্রাক বন্দরের পার্কিং পয়েন্টে আটকা পড়েছে। এছাড়া,আমদানির অপেক্ষায় রয়েছে আরো দুই শতাধিক ভারতীয় পণ্যবাহী ট্রাক।
ভোমরা স্থল বন্দরের উপ-পরিচালক রেজাউল করিম জানান, ঠিকাদারী প্রতিষ্ঠান শ্রমিক সরবরাহ করতে বাধ্য। তবে ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান নাসিম অভিযোগ করেন সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান (ড্রপস কমিনিউকেশন) শ্রমিক সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় পণ্য খালাস বন্ধ রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন