শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ভোমরা স্থলবন্দর কাস্টমস ডিউটি ফাঁকি দেয়ায় ৩৩ কোটি টাকার পাথর জব্দ

প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা থেকে

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে পৃথক চালানে কাস্টমস ডিউটি ফাঁকি দেওয়ার অভিযোগে ১৩০৮ টন ভারতীয় পাথর জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাত ১১টার দিকে বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের সদস্যরা এসব পাথর জব্দ করেন। বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) সামছুল আলম জানান, গত ১১ আগস্ট সিঅ্যান্ডএফ এজেন্ট এম করিমের তত্ত্বাবধানে আমদানিকৃত ৬৮৮ টন ভারতীয় পাথরের মধ্যে ৮৮ টনের কাস্টমস ডিউটি ফাঁকি দেওয়ায় অভিযোগে বিজিবি ও কাস্টমসের সমন্বিত নিরীক্ষা শেষে শনিবার রাতে ৩৪টি ট্রাকসহ ৬৮৮ টন ভারতীয় পাথর জব্দ করা হয়। এছাড়া গত ১২ আগস্ট মধুমতি এন্টারপ্রাইজের তত্ত্বাবধানে আমদানিকৃত ৬২০ টন ভারতীয় পাথরের মধ্যে ৮০ টনের কাস্টমস ডিউটি ফাঁকি দেওয়ায় অভিযোগে বিজিবি ও কাস্টমসের সমন্বিত নিরীক্ষা শেষে শনিবার রাতে ৩১টি ট্রাকসহ ৬২০ টন ভারতীয় পাথর জব্দ করা হয়। জব্দকৃত মালামাল ভোমরা কাস্টমসে জমা করা হয়েছে। এ ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। ৬৫টি ট্রাকসহ জব্দকৃত মালামালের সর্বমোট মূল্য ৩২ কোটি ৮৯ লক্ষ ২৪ হাজার টাকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন