শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

৭৫ পেরিয়ে ৭৬-এ প্রখ্যাত অভিনেতা আবুল হায়াত

অভি মঈনুদ্দীন: | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

আজ একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত অভিনেতা, নাট্যকার ও নির্দেশক আবুল হায়াতের জন্মদিন। আজ ৭৫ বছর পূর্ণ করে ৭৬’এ পা রাখছেন। তার ৭৫’তম জন্ম জয়ন্তীতে সংষ্কৃতি অঙ্গন’সহ দেশের নানা অঙ্গনের ১০০’জন বিশিষ্ট ব্যক্তির লেখা নিয়ে প্রকাশিত হয়েছে ‘সার্থক জনম তোমার হে শিল্পী সুনিপুণ’। বইটিতে যারা আবুল হায়াতকে নিয়ে লিখেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন সৈয়দ হাসান ইমাম, আতাউর রহমান, আলী যাকের, আসাদুজ্জামান নূর, সুবর্ণা মুস্তাফা, সুলতানা কামাল, আবুল হায়াতের বন্ধু কবি-স্থপতি রবিউল হুসাইন, বিপাশা হায়াত, তৌকীর আহমেদ, শাহেদ শরীফ খান, অপূর্ব, সজল, তিশা, সকাল আহমেদ’সহ আরো অনেকে। বইটি সম্পাদনা করেছেন জিাউল হাসান কিসলু। বইটি প্রকাশ করেছেন প্রিয় বাংলা প্রকাশন। আবুল হায়াত বলেন, ‘শুরুতেই আমি আমার বাবা এবং মায়ের কাছে কৃতজ্ঞ। এরপর আমার স্ত্রীর কাছে। কারণ আমি নানা সময়ে চাকুরী নিয়ে, অভিনয় নিয়ে ব্যস্ত ছিলাম। কিন্তু আমার সংসার, আমার সন্তানদের আগলে রেখেছিলেন আমার স্ত্রী। আমার স্ত্রী সন্তানদের আমি সময় দিতে পারিনি, যা দেয়া উচিত ছিলো। আমার নাটকের দল নাগরিক নাট্যসম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞ। কৃতজ্ঞ গোলাম মুস্তাফা, সৈয়দ হাসান ইমাম, আবুল খায়ের ও সিরাজুল ইসলামের কাছে যাদেরকে আমি গুরু বলে মেনে চলি এবং যাদের জীবনাচার্য্য, অভিনয় আমি আদর্শ হিসেবে মেনে এগিয়ে চলি। জন্মদিনে সবার কাছে দোয়া চাই আর অভিনয় জীবনে আমার অভিজ্ঞতা, আমার অর্জন অপ্রথাগতভাবে কিংবা কোন প্রতিষ্ঠান আগ্রহী হলে প্রাতিষ্ঠানিকভাবে এই প্রজন্মের সাথে শেয়ার করতে চাই।’ উল্লেখ্য, পঞ্চম শ্রেণীতে পড়ার সময়ই আবুল হায়াত প্রথম মঞ্চ নাটক ‘টিপু সুলতান’এ অভিনয় করেন। ‘নাগরিক নাট্যসম্প্রদায়’র হয়ে মঞ্চে তার প্রথম নাটক আতাউর রহমানের নির্দেশনায় ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’। টিভিতে প্রথম নাটক জিয়া হায়দারের প্রযোজনায় ‘ইডিপাস’। প্রথম বিজ্ঞাপন কিউট টুথপেস্ট। মঞ্চে নির্দেশিত তার প্রথম নাটক ‘আগন্তুক’ এবং টিভিতে ‘হারজিৎ’। প্রথম অভিনীত সিনেমা ঋত্বিক কুমার ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’। ১৯৭৪ সালে আলী যাকেরের নির্দেশনায় মঞ্চে ‘বাকী ইতিহাস’ নাটকে অভিনয় করে তিনি ‘সিকোয়েন্স অ্যাওয়ার্ড ফর ইন্ট্রুডিউসিং ন্যাচারালিস্টিক অ্যাক্টিং অন বাংলাদেশ স্টেজ’ অ্যাওয়ার্ডে ভূষিত হন। এটি বাংলাদেশে দর্শনীর বিনিময়ে প্রথম মঞ্চ নাটক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন