রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

মহাসাগর সুরক্ষায় কাজ করছেন শেলিন উডলি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

অভিনেত্রী শেলিন উডলি জানিয়েছেন মহাসাগর সুরক্ষায় তিনি গ্রিনপিসের সঙ্গে কাজ করছেন। ২০৩০ সালের মধ্যে পরিবেশ বিপন্ন মহাসাগরের ৩০ শতাংশ রক্ষায় গ্রিনপিসের কার্যক্রমে তিনি সহযোগিতা করছেন। ‘ডাইভারজেন্ট’ সিরিজের তারকাটি বলেন, “আমাদের সাগরগুলো এখন গভীর, গভীর সঙ্কটে আছে। এই সাগরগুলোতে বিশাল জৈববৈচিত্রের চারণস্থল, আর এই মহাসাগর হল ভূমিভিত্তিক পরিবেশের জন্য বিশেষ প্রয়োজনীয়। আর এই বিশাল অঞ্চল হচ্ছে বড় কর্পোরেশন আর সরকারদের যথেচ্ছে লুঠতরাজের ক্ষেত্র।” তিনি জানান ২০৩০ সালের মধ্যে বিপন্ন মহাসাগরগুলো রক্ষায় গ্রিনপিসের এক কার্যক্রমের অংশ হয়ে তিনি আগামী গ্রীষ্ম থেকে এক বছরের এক অভিযানে বেরুবেন। “আমরা সারগাসো সাগরে যাব, যার কথা আমি এই প্রথম শুনেছি, “ তিনি বলেন, “তারা কী পরিবর্তন আনতে পারে তা জেনে আমি বিস্মিত হয়েছি।” ‘অ্যাড্রিফ্ট’ তারকা জানান তার বন্ধু ইমরি হলের সঙ্গে সারগাসো সাগরে যাবার পর তিনি সিদ্ধান্ত নিয়েছেন ২০২০ সাল পর্যন্ত মহাসাগর নিয়ে জাতিসংঘ সিদ্ধান্ত নেয়া পর্যন্ত তিনি এই মিশনে অংশ নেবেন। শেলিন মহাসাগর রক্ষায় জাতিসংঘকে প্রভাবিত করার জন্য তার ভক্তদের ভূমিকা রাখার জন্য আবেদন জানিয়েছেন। তিনি আরও জানান তিনি বিশ্বাস করেন এটি মানবজাতিকে রক্ষা করা জন্য জরুরি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন