উল্লাপাড়া সিদ্দিকুর রহমান নামের এক ভুয়া এএসপিকে গ্রেফতার করেছে পুলিশ। সে নিজেকে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পরিচয় দিয়ে সেনাবাহিনীতে চাকরি দেবার নাম করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। সিদ্দিকুর উল্লাপাড়া উপজেলার খোর্দ্দগজাইল শ্যামপুর গ্রামের কছিম উদ্দীনের ছেলে।
উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, সিদ্দিকুর রহমান নিজেকে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় সেনাবাহিনীতে চাকরি দেবার নাম করে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছিলেন। আর এ কাজে তার বড় ভাই সাইফুল ইসলাম তাকে সহযোগিতা করে আসছিলেন। সপ্তাহ খানেক আগে উল্লাপাড়ার তেলিপাড়া গ্রামের জাল মাহমুদের ছেলে ফিরোজ হোসেনের কাছ থেকে সিদ্দিক সেনাবাহিনীতে চাকরি দেবার নাম করে প্রথম কিস্তিতে ১ লাখ টাকা নেন। দ্বিতীয় কিস্তিতে আরো ১ লাখ টাকা দেবার কথা ছিল ৭ সেপ্টেম্বর শনিবার রাতে উল্লাপাড়া বাজারে। ফিরোজ হোসেন বিষয়টি যথাসময়ে পুলিশকে অবহিত করলে শনিবার টাকা লেনদেনের সময় পুলিশ সিদ্দিকুর রহমানকে হাতে নাতে ধরা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন