বিনোদন ডেস্ক : বাংলাদেশ নয়, কলকাতায় প্রথম মুক্তি পেল যৌথ প্রযোজনার সিনেমা ‘নিয়তি’। এতদিন দেখা গেছে, দুই বাংলাতে প্রায় একই সময়ে চলচ্চিত্র মুক্তি পেয়েছে। বড়জোর এক সপ্তাহ’র ব্যবধান ছিল। কিন্তু এবার বাংলাদেশে মুক্তির তারিখ ঘোষণা হওয়ার আগেই ভারতে মুক্তি পেল চলচ্চিত্রটি। গত শুক্রবার থেকে কলকাতার ৮৩টি সিনেমাহলে একেযোগে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্রটি। প্রথমদিনেই ‘নিয়তি’ প্রত্যাশানুযায়ী সাড়া ফেলেছে বলে জানান চলচ্চিত্রটির বাংলাদেশী অংশীদার জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজ। তিনি বলেন, প্রত্যাশা থাকলেও এক ধরনের শঙ্কাও ছিল। শুটিং, ডাবিং, এডিটিংসহ বাংলাদেশের পাত্র-পাত্রী নিয়ে নির্মিত চলচ্চিত্রটি ওপার বাংলায় কতোটা গ্রহণযোগ্যতা পাবে- এরকম এক কৌতুহল আমাদের মনেও ছিল। পাশাপাশি একধরনের সঙ্কোচবোধ ছিল। তবে সব কৌতুহল এবং সংশয়কে ভুল প্রমাণ করে শুভযাত্রাই হলো নিয়তি‘র। মুক্তির প্রথমদিনের প্রথম শো থেকেও সন্তোষজনক ফলাফল পাচ্ছি। গল্প, গান এবং লোকেশনের পাশাপাশি আরিফিন শুভ এবং জলির অভিনয়েরও প্রশংসা করেন দর্শক। উল্লেখ্য, জাকির হোসেন রাজু পরিচালিত ‘নিয়তি’র প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ এবং জলি। চলচ্চিত্রটি দর্শকের সঙ্গে উপভোগ করতে বর্তমানে ভারতে অবস্থান করছেন শুভ। জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে চলচ্চিত্রটির ব্যবসায়িক অংশীদারিত্ব করছে ভারতে এস কে মুভিজ। প্রযোজনা সংস্থা থেকে জানা যায়, ঈদের পরে বাংলাদেশেও মুক্তি পাবে ‘নিয়তি’।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন