বিষয় : প্রাথমিক বিজ্ঞান
শঙ্করী রানী সাহা
সহকারী শিক্ষক (বিজ্ঞান), ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ
অধ্যায় : জীব ও আমাদের পরিবেশ
১। নিচের কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল?
(ক) আলো (খ) পানি (গ) বীজ (ঘ) খাদ্য
২। সবুজ পাতার ক্লোরোফিল নিচের কোন কাজে সহায়তা করে?
(ক) খাদ্য তৈরিতে (খ) বংশ বৃদ্ধিতে (গ) শ্বাসকার্যে (ঘ) পরাগায়নে
৩। কীটপতঙ্গ, পাখি ইত্যাদি উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ কারণ
(ক) খাদ্য সরবরাহে (খ) পরাগায়নে (গ) ফল উৎপাদনে (ঘ) ফুল উৎপাদনে
৪। প্রাণীর মাধ্যমে উদ্ভিদের প্রয়োজনীয় কোন অঙ্গটি বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে
(ক) পাতা (খ) কা- (গ) বীজ (ঘ) মূল
৫। বায়ুম-লে কিসের পরিমাণ ২৫ শতাংশের বেশি হলে কোন প্রাণী বাঁচতে পারবে না?
(ক) সালফার (খ) নাইট্রোজেন (গ) কার্বন ডাই-অক্সাইড (ঘ) অক্সিজেন
৬। উদ্ভিদের পাতার রং সবুজ হয় কেন
(ক) জ্যান্থফিলের জন্য (খ) ক্লোরোফিলের জন্য (গ) সূর্যের আলোর জন্য (ঘ) চাঁদের আলোর জন্য
৭। উদ্ভিদ কখন বায়ুম-ল থেকে কার্বন ডাই-অক্সাইন গ্রহণ করে?
(ক) সালোক-সংশ্লেষণের সময় (খ) অভি¯্রবনের সময় (গ) প্রসেদনের সময় (ঘ) ব্যাপনের সময়
৮। খাদ্য শৃঙ্খলের প্রাথমিক উপাদান কোনটি?
(ক) ঘাস ফড়িং (খ) সবুজ উদ্ভিদ (গ) ব্যাঙ (ঘ) সাপ
৯। কীটপতঙ্গ, পাখি ইত্যাদির মাধ্যমে পরাগায়ন ঘটে নিচের কোনটির?
(ক) প্রাণীর (খ) উদ্ভিদের (গ) মানুষের (ঘ) হাতির
১০। পৃথিবীর সব জীবকে কয়টি প্রধান ভাগে ভাগ করা যায়?
(ক) ২টি (খ) ৩টি (গ) ৪টি (ঘ) ৫টি
১১। শক্তির প্রধান উৎস কোনটি?
(ক) চাঁদ (খ) সূর্য (গ) মানুষ (ঘ) উদ্ভিদ
১২। ঘাস ফড়িংয়ের সমপর্যায়ের খাদক কোনটি?
(ক) ব্যাঙ (খ) সাপ (গ) পামরী পোকা (ঘ) বাজপাখি
১৩। তৃণজাতীয় উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে
(ক) ছোট ছোট উদ্ভিদ (খ) ছোট ছোট প্রাণী (গ) মৌমাছি (ঘ) চিতাবাঘ
১৪। বায়ুম-লে সবচেয়ে বেশি পরিমাণে কী থাকে?
(ক) অক্সিজেন (খ) কার্বন ডাই-অক্সাইন (গ) সালফার (ঘ) নাইট্রোজেন
১৫। ব্যাঙ কী খেয়ে বেঁচে থাকে?
(ক) সবুজ ঘাস (খ) ঘাস ফড়িং (গ) মানুষ (ঘ) বন্যপ্রাণী
১৬। কোন উদ্ভিদের ক্লোরোফিল নেই?
(ক) ছত্রাক (খ) ফার্ন (গ) মরিচ (ঘ) বেগুন
১৭। কোনটি তৃতীয় স্তরের খাদক?
(ক) হরিণ (খ) বানর (গ) গরু (ঘ) ব্যাঙ
১৮। নিচের কোনটি জড় পরিবেশের উপাদান?
(ক) পাথর (ঘ) উদ্ভিদ (গ) মাছ (ঘ) পাখি
১৯। পরাগায়নে সাহায্য করে কে?
(ক) ব্যাঙ (খ) গরু (গ) মৌমাছি (ঘ) বাজ পাখি
২০। খাদ্যজালের একক কোনটি?
(ক) উদ্ভিদ (খ) প্রাণী (গ) খাদ্যশৃঙ্খল (ঘ) খাদ্য নাই
উত্তরমালা :
১। ঘ ২। ক ৩। খ ৪। গ ৫। গ ৬। খ ৭। ক ৮। খ ৯। খ ১০। ক ১১। খ ১২। গ ১৩। খ ১৪। ঘ ১৫। খ ১৬। ক ১৭। ঘ ১৮। ক ১৯। গ ২০। গ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন