রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যারিয়ার

প্রাথমিক শিক্ষা সমাপনীর জন্য পড়াশোনা

প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বিষয় : প্রাথমিক বিজ্ঞান
শঙ্করী রাণী সাহা
সহকারী শিক্ষক (বিজ্ঞান)
ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ
অধ্যায় : জীবনের জন্য পানি
১। উদ্ভিদ মাটি থেকে কীসের সাহায্যে পুষ্টি উপাদান শোষণ করে?
(ক) মাটি (খ) পানি (গ) বায়ু (ঘ) আলো
২। উঁচু পর্বতের চূড়ায় পানি কী রূপে থাকে?
(ক) পানি (খ) জলীয় বাষ্প (গ) শিশির (ঘ) বরফ
৩। যে নলকূপের পানিতে আর্সেনিক থাকে তাকে কোন রং দিয়ে চিহ্নিত করা হয়?
(ক) নীল (খ) লাল (গ) সবুজ (ঘ) আকাশী
৪। লীলা নিয়মিত নদীর পানি পান করে। তার নিচের কোন রোগটি হওয়ার সম্ভাবনা নেই।
(ক) ডায়রিয়া (খ) কলেরা (গ) আর্সেনিকোসিস (ঘ) আমাশয়
৫। লীলা আর্সেনিকোসিসে আক্রান্ত। এ রোগটিÑ
(ক) সংক্রামকরোগ (খ) পানিবাহিত (গ) বায়ুবাহিত (ঘ) ভাইরাস জনিত
৬। আকাশে মেঘের পানিকণাগুলো খুব বেশি ঠা-া হয়ে গেলে তা কিসে পরিণত হয়?
(ক) বৃষ্টিতে (খ) বরফে (গ) জলীয় বাষ্পে (ঘ) শিশিরে।
৭। আবাসিক এলাকায় তৈরি কলকারখানা কী কী দূষণ ঘটায়?
(ক) বায়ু, পানি (খ) পানি, মাটি (গ) মাটি, বায়ু (ঘ) সবগুলো
৮। পানি এক উৎস থেকে অন্য উৎসে কীভাবে ঘোরে?
(ক) সমান্তরালে (খ) চক্রাকারে (গ) একমুখীভাবে (ঘ) ডিম্বাকারে
৯। পানিকে ফুটানোর প্রয়োজন কেন?
(ক) গরম করার জন্য (খ) জলীয় বাষ্প তৈরি করার জন্য (গ) জীবাণু ধ্বংস করার জন্য (ঘ) পানি দূষণের জন্য
১০। কোন এলাকার পানি বিশুদ্ধ নয়?
(ক) নদীর তীরে (খ) পুকুরের পাড়ে (গ) নলকূপের পাশে (ঘ) শিল্প এলাকায়
১১। পানি বিশুদ্ধকরণের রাসায়নিক পদার্থ কোনটি?
(ক) ফিটকিরি (খ) আয়রণ (গ) জিঙ্ক (ঘ) ট্যালোরিন
১২। পানি চক্রাকারে ঘোরার চক্রকে কী বলে?
(ক) পানি চক্র (খ) অক্সিজেন চক্র (গ) জলীয় চক্র (ঘ) বাষ্পচক্র
১৩। পানি কী ধরনের সম্পদ?
(ক) কৃত্রিম (খ) প্রাকৃতিক (গ) সামাজিক (ঘ) রাসায়নিক
১৪। বায়ুতে সব সময় কিছু পরিমাণ কী থাকে?
(ক) পানি (খ) কুয়াশা (গ) শিশির (ঘ) জলীয় বাষ্প
১৫। পানির প্রধান উৎস কোনটি?
(ক) নদী (খ) বৃষ্টি (গ) সমুদ্র (ঘ) ঝরনা
১৬। নিচের কোনটির অপর নাম জীবন?
(ক) পানির (খ) বায়ুর (গ) মাটির (ঘ) বিশুদ্ধ পানির
১৭। পৃথিবীর পৃষ্ঠের চার ভাগের কয় ভাগ পানি?
(ক) এক (খ) দুই (গ) তিন (ঘ) চার
১৮। নিচের কোনটি পানির উৎস নয়?
(ক) খাল (খ) বিল (গ) পুকুর (ঘ) পাহাড়
১৯। কোনটি পানিবাহিত রোগ?
(ক) যক্ষ্মা (খ) উচ্চ রক্তচাপ (গ) কলেরা (ঘ) নিউমোনিয়া
২০। পানিতে কি মিশিয়ে জীবাণু নষ্ট করা যায়?
(ক) ওষুধ (খ) লবণ (গ) ফিটকিরি (ঘ) টেস্টিংসল্ট
উত্তরমালা
১। খ ২। ঘ ৩। খ ৪। গ ৫। খ ৬। ক ৭। ঘ ৮। খ ৯। গ ১০। ঘ ১১। ক ১২। খ ১৩। খ ১৪। ক ১৫। গ ১৬। ঘ ১৭। গ ১৮। ঘ ১৯। গ ২০। গ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন