শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

মোস্তফা-হাকিম ফাউন্ডেশনের মাহফিল সম্পন্ন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৯, ১১:১৫ পিএম

মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ১০ মহররম পবিত্র আশুরা উপলক্ষে দশদিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল গত মঙ্গলবার সম্পন্ন হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল আহলে বায়তের স্মরণে খতমে কোরআন, খতমে সহীহ বুখারী, স্মৃতিচারণ, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল।

কারবালা মাহফিলের সমাপনী দিনে সভাপতির বক্তব্যে সাবেক মেয়র এম মনজুর আলম বলেন, মুসলিম উম্মাহর জন্য একটি শোকাবহ দিন। এ দিন রাসূল পরিবারের আত্মত্যাগ আজ বিশ্বব্যাপী চিরস্মরণীয়।

এতে প্রধান আলোচক ছিলেন আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী, জামেয়ার অধ্যক্ষ আল্লামা মুফতি অছিয়র রহমান, জামেয়ার প্রধান মুফতি আল্লামা মোহাম্মদ আব্দুল ওয়াজেদ, মসজিদে তৈয়বিয়ার খতিব মাওলানা সৈয়দ ইউনুছ রজবী, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আবু তাহের নিজামী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন