বরিশালে মাদক ব্যবসার দায়ে হিরন আলী নামে এক মদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডাদেশ দিয়েছে বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম। বৃহস্পতিবার বিকালে হিরনের উপস্থিতিতে রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে। দন্ডিত হিরন আলী নগরীর সাগরদী ধান গবেষণা রোডের ফজলে আলী হাওলাদারের ছেলে।
২০১৪ সালের ১৩ নভেম্বর র্যাব-৮ হিরন আলীর বাসায় অভিযান চালিয়ে ৯০ বোতল ফেন্সিডিল এবং ১০ কেজি ৭০০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় র্যাব-৮ এর ডিএডি রবিউল আলম বাদী হয়ে হিরনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার ১০ জন স্বাক্ষীর মধ্যে ৯ জনের স্বাক্ষ্য গ্রহন সহ উভয় পক্ষের আইজীবীদের সাওয়াল জবাব শেষে হিরণের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ সহ অপর দন্ড ঘোষনা করেন বিজ্ঞ আদালত।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন