শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী জীবন

মহানবীর সা. ধারাবাহিক জীবনী

প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

হোদায়বিয়ার সন্ধির পর সামরিক তৎপরতা
গোযওয়ায়ে যী কারাদ
বরং হাদীস সঙ্কলনসমূহে উল্লেখি বিবরণই যথার্থ।
এ অভিযানে হযরত সালমা ইবনে আকওয়া (রা.) যে ভূমিকা পালন করেছিলেন, তার বিবরণ তাঁর বর্ণনায়ই উল্লেখ রয়েছে। ঘটনার বিবরণ এই যে, হযরত সালমা বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর সওয়ারীর উট তাঁর নওকর রেবাহ-এর হাতে দিয়ে চারণভূমিতে পাঠিয়েছিলেন। আমিও আবু তালহার ঘোড়াসহ তাদের সাথে ছিলাম। হঠাৎ ভোরের দিকে আবদুর রহমান ফাজারি উটগুলোর ওপর হামলা চালায়, রাখালকে হত্যা করে এবং উটগুলো তাড়িয়ে নিয়ে যায়। আমি বেরাহকে বললাম, বেরাহ, এই ঘোড়া নাও, এটি আবু তালহাকে পৌঁছে দিয়ো এবং ঘটনা আল্লাহর রসূলকে জানিয়ে দিয়ো।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন