বিনোদন ডেস্ক : পাঁচ বছর পর একক অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন সঙ্গীতশিল্পী কণা। অ্যালবামটি ঈদে মুক্তি পেতে পারে। এখন অ্যালবামের কাজ পুরোদমে চলছে। কণা জানান, ইতিমধ্যে চারটি গানের কাজ শেষ। বাকিগুলোর কাজ চলছে। ঈদেই অ্যালবামটি আসছে। অ্যালবামের নামটা এখনো ঠিক করা হয়নি। সামনের সপ্তাহে ঠিক করবে। শ্রোতাদের কথা মাথায় রেখে অনেক সময় ও যতœ নিয়ে এর কাজ করছি। অডিও অ্যালবামের পাশাপাশি অ্যালবামটির কয়েকটি গানের মিউজিক ভিডিও করার পরিকল্পনা রয়েছে। আশা করছি, আমার এই দীর্ঘ বিরতির অ্যালবামে শ্রোতারা কিছু ভিন্নতা পাবে। সিএমভির ব্যানারে প্রকাশিত হতে যাওয়া তার এই অ্যালবামের গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক বাপ্পা মজুমদার, ফুয়াদ আল মুক্তাদির, জুয়েল মোর্শেদ প্রমুখ। উল্লেখ্য, সর্বশেষ ২০১১ সালের প্রকাশ হয়েছিল তার একক সিম্পলি কণা। ২০০৬ সালে বের হয় তার প্রথম একক জ্যামিতিক ভালবাসা, ২০০৮ সালে রিলিজ হয় দ্বিতীয় একক কণা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন