শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

পোলার আইসক্রীম স্কুল হ্যান্ডবল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ৮:০১ পিএম

পোলার আইসক্রীম স্কুল হ্যান্ডবল (বালক ও বালিকা) টুর্ণামেন্টের খেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার শহীদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকা আইসক্রীম ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজীম উদ্দিন আহমেদ। এ সময় হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি একেএম নুরুল ফজল বুলবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান স্বপন ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান গোলাম হাবিব উপস্থিত ছিলন। উদ্বোধনী দিনে বালিকা বিভাগের খেলায় সানিডেল ১৭-০ গোলে শহীদ শেখ রাসেল সরকারি উচ্চ বিদ্যালয়কে, হীড ইন্টারন্যাশনাল ৭-৩ গোলে ধানমন্ডি টিউটরিয়ালকে, স্কলাসটিকা (উত্তরা) ১২-০ গোলে ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজকে, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ ৩-২ গোলে শহীদ বীর উত্তম লে: আনোয়ার গার্লস কলেজকে, কদমতলা পুর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ ৬-০ গোলে রাজধানী আইডিয়াল স্কুলকে এবং শহীদ পুলিশ স্মৃতি কলেজ ১০-১ গোলে সিদ্বেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়কে হারায়। এদিন বালক বিভাগের খেলায় সেন্ট গ্রেগরী ৩০-২০ গোলে হীড ইন্টারন্যাশনাল স্কুলকে এবং স্কলাসটিকা (উত্তরা) ২৫-৭ গোলে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়কে হারায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন