শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বিলিয়ন ডলার বাজেটে নির্মিত হবে ‘লর্ড অফ দ্য রিংস’ সিরিজ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

পিটার জ্যাকসনের ‘লর্ড অফ দ্য রিংস’ ফিল্ম ট্রিলজি প্রায় ৩ বিলিয়ন ডলার আয় করার পরও অ্যামাজন স্টুডিওসের বিশ্বাস জে.আর.আর. টলকিনের লেখা একই নামের ফ্যান্টাসি সিরিজের আবেদন ফুরিয়ে যায়নি। এরই মধ্যে অ্যামাজন ‘লর্ড অফ দ্য রিংস’ সিরিজ নির্মাণের প্রস্তুতি শুরু করে দিয়েছে। ‘লর্ড অফ দ্য রিংস’ আর ‘দ্য হবিট’-এর মত কাজ হবে নিউ জিল্যান্ডে। এই বছরের শেষে অকল্যান্ডে কাজ শুরু হবে। নির্মাণ, ভিজুয়াল ইফেক্টস, কাস্ট আর ক্রিয়েটিভ টিমের জন্য বাজেট ধরা হয়েছে এক বিলিয়ন ডলার। সিরিজের নির্মাণে বৈশ্বিক স্বত্ব ক্রয়ে খরচ হয়েছে ২৫০ মিলিয়ন ডলার। এই প্রজেক্টে অ্যামাজনের নির্বাহী প্রযোজকরা এক বিবৃতিতে বলেছেন : “মিডল-আর্থের সেকেন্ড এইজের প্রাচীন সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য আমরা লোকেশন খুঁজছিলাম, জানতাম এমন এক জায়গা পেতে হবে যেখানে রয়েছে রাজসিক, অক্ষত উপকূল, বন আর পাহাড়, আর এছাড়া বিশ্বমানের সেট আর স্টুডিও থাকতে হবে যেখানে আর থাকতে হবে দক্ষ ও অভিজ্ঞ শিল্পী, কারিগর এবং কর্মী।” তারা আরও বলেন : “নিউ জিল্যান্ডকে জে. আর. আর টলকিনের ‘লর্ড অফ দ্য রিংস’ অবলম্বনে আমাদের সিরিজের জন্য শুটিংয়ের স্থান হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পেরে আমরা সন্তুষ্ট।” টেলিভিশনের জন্য নির্মিতব্য সিরিজটির কাহিনী কিছুটা ভিন্ন হবে বলে জানা হয়েছে। পিটার জ্যাকসনের ‘লর্ড অফ দ্য রিংস’ এবং ‘দ্য হবিট’ নিউ জিল্যান্ডেই নির্মিত হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন