শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

লজ্জাজনক বিদায় টটেনহামের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

 মৌসুমের শুরুটা ভালো হয়নি গত মৌসুম তৃতীয় স্থানে থেকে প্রিমিয়ার লিগ শেষ করা টটেনহাম হটস্পটের। ছয় ম্যাচে জয় মাত্র দুটি। স্পার্সরা এর চেয়েও বড় ধাক্কা খেল গতকাল। লিগ কাপের তৃতীয় রাউন্ডে চতুর্থ টায়ারের দল কোলচেস্টারের কাছে পেনাল্টিতে হেরে বিদায় নিয়েছে মরিসিও পোচেত্তিনোর দল। নির্ধারিত সময়ে প্রতিপক্ষের জাল খুঁজে পায়নি টটেনহাম। লিগ টু’র দশম স্থানে থাকা কোলচেস্টারের কাছে পেনাল্টিতে তারা ৪-৩ গোলের পরাজয়ের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মাঠ ছাড়ে। ক্রিশ্চিয়ান এরিকসেনের প্রথম স্পট কিকটি কোলচেস্টারের গোলরক্ষক ডিন জারকেন রুখে দেবার পর লুকাস মৌরার শটটি ক্রসবার দিয়ে বাইরে চলে যায়। টম লাপসলি’র গোলে কোলচেস্টারের জয় নিশ্চিত হয়।

দিনের আরেক ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ৩-০ গোলে চ্যাম্পিয়নশিপ ক্লাব প্রিস্টনকে পরাজিত করে চতুর্থ রাউন্ড নিশ্চিত করে। এই নিয়ে টানা তৃতীয়বারের মত লিগ কাপের শিরোপা জয়ের লক্ষ্যে সিটিজেনরা দারুনভাবে এগিয়ে যাচ্ছে। ১৯ মিনিটে রাহিম স্টার্লিংয়ের গোলে এগিয়ে যাবার পর গ্যাব্রিয়েল জেসুস ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন। রায়ান লেডসনের আত্মঘাতি গোলে বিরতির আগে ৩-০ গোলের লিড পায় সফরকারী ম্যানচেস্টার সিটি।

একই রাতে ইংলিশ ফুটবলে গ্যাব্রিয়েল মার্টিনেলির প্রথম গোল ও ইনজুরি কাটিয়ে রব হোল্ডিংয়ের ফেরার দিনে দ্বিতীয় সারির দল নটিংহ্যাম ফরেস্টকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে আর্সেনাল।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন