শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ঈদের পর যুক্তরাষ্ট্রে হানিমুনে যাচ্ছেন মাহি

প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ঈদের পর হানিমুনে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সদ্য বিবাহিতা চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত ২৫ মে মাহির বিয়ের পর পূর্বে করা বিয়ে নিয়ে বেশ ঝামেলায় পড়ে যান মাহি। পূর্বের স্বামীর বিরুদ্ধে মামলা-মোকদ্দমা থেকে শুরু করে তাকে জেলে পর্যন্ত নেয়া হয়। অবশেষে পূর্বের স্বামীর সাথে সমঝোতার মাধ্যমে নতুন সংসারে থিতু হন মাহি। এখন নতুন স্বামীকে নিয়ে হানিমুনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়। ঈদের পরই মাহি ও তার স্বামী মাহমুদ পারভেজ অপু যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। সেখানে তারা দুই মাস থাকবেন বলে জানা যায়। এদিকে চলতি মাসের ১ তারিখ শুরু হওয়ারর কথা ছিল মাহির নতুন  সিনেমা ‘পলকে পলকে তোমাকে চাই’র শুটিং। মাহি ৩০ তারিখ পর্যন্ত সিডিউল দিয়ে রাখলেও পরিচালক সিনেমাটির শুটিং শুরু করছেন না। জানা যায়, ঈদের আগে সিনেমাটির শুটিং শুরু হওয়ার সম্ভাবনা নেই। মাহি হঠাৎ করে বিয়ে করে ফেলায় নির্মাতা তার জায়গায় নতুন নায়িকা নেয়ার চিন্তা-ভাবনা করছেন বলে জানা যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
অহনা ১৬ জুন, ২০১৬, ১২:১৮ পিএম says : 0
এসব নিউজ না দিলেও পারতেন।
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন