স্টাফ রিপোর্টার : বাংলাদেশ সহকারী পরিচালক সমিতি বা সিডাব-এর কোনো সদস্যকে সহকারী পরিচালক হিসেবে না নেয়ায় নতুন পরিচালক শামীম আহমেদ রনির পরিচালনাধীন ‘বসগিরির’ শুটিং গত ১৩ জুন শুটিং চলাকালে সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। পরিচালক সমিতির নিয়ম অনুযায়ী সিনেমাটির শুটিং বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন সিডাব নেতারা। ফলে পরিচালককে শুটিং বন্ধ রেখে সিডাবের নেতাদের সাথে মিটিং করতে হয়েছে। মিটিংয়ে রনি ও সিডাবের নেতাদের মধ্যে সমঝোতা হওয়ার পর সিনেমার শুটিং শুরু হয়। মিটিংয়ে সিদ্ধান্ত হয় সিনেমাটির কাজ সিডাবের লোক নিয়ে করতে হবে। অথবা বসগিরিতে যারা সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন তাদেরকে সিডাবের সদস্য পদ নিতে হবে। তা না হলে আবারো সিনেমাটির শুটিং বন্ধ করে দেয়া হবে। পরিচালক রনি এসব শর্ত মেনে নিয়েছেন। উল্লেখ্য, সিনেমাটিতে জুটি হয়ে অভিনয় করছেন শাকিব ও শবনম বুবলি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন