বিনোদন ডেস্ক : এই প্রথম টেলিভিশন অনুষ্ঠানে একসাথে অংশগ্রহণ করেছেন আরেফিন শুভ ও বিদ্যা সিনহা মীম। ‘প্রিয় তারকার সঙ্গে’ শিরোনামে এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শামীম শাহেদ। এই অনুষ্ঠান সম্পর্কে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ বলেন, ‘আরেফিন শুভ ও বিদ্যা সিনহা মীম তরুণ প্রজন্মের কাছে অনেক জনপ্রিয়। তরুণ প্রজন্মের কাছে তাঁদের কাজ এবং ব্যক্তি জীবনের গল্প তুলে ধরার জন্য একসাথে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের ঈদের অনুষ্ঠানের জন্য। এই দুইজনের সাথে আড্ডা বেশ ভালো হয়েছে। আশা করি, দর্শকের ভালো লাগবে।’ ঈদ-উল-ফিতরের বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের ৩য় দিন রাত ৮টা ৫০ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহীদ সম্পদ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন