রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

অ্যাকশন সিনেমা নিয়ে নেতিবাচক প্রশ্ন তুলেছেন হৃত্বিক রোশন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৯, ৯:২৯ পিএম | আপডেট : ৯:৩২ পিএম, ৩০ সেপ্টেম্বর, ২০১৯

 

আর মাত্র একদিনের অপেক্ষা, তারপরেই মুক্তি পাবে সিদ্ধার্থ আনন্দর ‘ওয়ার’। এতে অভিনয় করেছেন হৃত্বিক রোশন এবং টাইগার শ্রফ। এছাড়া আছেন বানী কাপুর। ইতোমধ্যেই সিনেমাটির ট্রেলারসহ গান প্রকাশ পেয়েছে অনলাইনে। মারমার কাটকাট অ্যাকশনে ভরপুর ট্রেলারটি মুম্বাই চলচ্চিত্রপ্রেমী দর্শকদের কাছে বেশ প্রশংসা কুটিয়েছে। শুধু দর্শকদেরই নয়, সয়ং হৃত্বিকের কাছেও বেশ পছন্দ হয়েছে সিনেমাটির অ্যাকশন দৃশ্যগুলো। এ নিয়ে অভিনেতার যেন মাটিতে পা পড়ছে না।

সম্প্রতি সিনেমাটির প্রচারণায় গিয়ে হৃত্বিক রোশন মুম্বাই চলচ্চিত্র নিয়ে একটি নেতিবাচক প্রশ্ন রেখেছেন। তার এই প্রশ্নে নড়ে চড়ে বসেছেন সংশ্লিষ্টরা। অভিনেতা বলেন, ‘বলিউডে যে সমস্ত অ্যাকশন সিনেমা দেখা যায় সেগুলো কী আদৌ অ্যাকশন? হিন্দি সিনেমায় অ্যাকশন বলতে যা বুঝি তা হল গাড়ি ভাঙছে, আবার কখনও উড়ে যাচ্ছে। আসলে আমাদেরকে যেমনটা দেখানো হয় তাতেই আমরা অভ্যস্থ। বলা যেতে পারে, যা খাইয়ে দেওয়া হচ্ছে সেটাই হচ্ছে অ্যাকশন। কিন্তু আসলে সেটিকে অ্যাকশন বলা যাবে কিনা তা নিজেকে প্রশ্ন করতে হবে।’

হৃত্বিক আরও বলেন, ‘এখানে সেখানে গাড়ি উড়ছে। কিন্তু এটাকে কী আদৌও অ্যাকশন বলা যেতে পারে? এরজন্য বুদ্ধির দরকার হয়। পরিকল্পনা থাকা চাই। হিরো যখন আসছে, ব্যাকগ্রাউন্ডটা কী হবে, এই সমস্ত ভেবে চিনতে করতে হবে। চরিত্রগুলোকে ভেবে নিতে হবে। আসলে আমাদের যা খাওয়ানো হচ্ছে তা খেয়ে নিচ্ছি। এর ফলে অনেকের অ্যাকশন ছবিগুলো দেখতে ভালো লাগছে না। তারা বোর হচ্ছেন এবং ভাবছেন এটা কী হচ্ছে?’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন