শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বেনাপোল বন্দর দিয়ে টানা ৪ দিন দু’দেশের মধ্যে আমদানী-রফতানি বাণিজ্য বন্ধ থাকছে

বেনাপোল অফিস | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৯, ৬:১১ পিএম

বেনাপোল বন্দর দিয়ে টানা ৪ দিন দু’দেশের মধ্যে সকল প্রকার আমদানী-রফতানি বানিজ্য বন্ধ থাকছে। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পুজা উপলক্ষে বেনাপোল ও পেট্রাপোল বন্দরে বন্ধ থাকেছ আমদানি রফতানি।
তবে এসময় বেনাপোল বন্দরে পণ্য খালাশ ও দুদেশের মধ্যে পাসপোটর্ যাত্রী পারাপার স্বাভাবিক থাকছে বলে বেনাপোল কাস্টমস ও বন্দর সুত্র নিশ্চিত করেছে।
ভারতের পেট্রাপোল বন্দর’র ষ্টাফ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক শ্রী কার্তিক চক্রবর্তী জানান, শারদীয় দূর্গাপুজা উপলক্ষে ৪ঠা অক্টোবর থেকে ৮ই অক্টোবর ভারতে সরকারী ছুটি থাকায় বেনাপোল- পেট্রাপোল বন্দর দিয়ে দু’দেশের আমদানী- রফতানী বাণিজ্য বন্ধ থাকবে।
ভারতের এ সংক্রাšত একটি চিঠি বেনাপোল কাস্টমস ও বন্দরকে দেওয়া হয়েছে।
বেনাপোল কাষ্টমসের সহকারী কমিশনার আকরাম হোসেন জানান, বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি- রফতানি বাণিজ্য টানা চার দিন বন্ধ থাকছে।ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ আগেই এক চিঠির মাধ্যমে ৪ঠা অক্টোবর থেকে ৮ই অক্টোবর পর্যন্ত পূজা উপলক্ষে বেনাপোল- পেট্রাপোল বন্দর দিয়ে আমদানী- রফতানী বন্ধ থাকবে।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক আব্দুল জলিল জানান, পেট্রাপোল-বেনাপোল বন্দরে টানা ৪ দিন আমদানী -রফতানী বাণিজ্য বন্ধ থাকার ফলে দু দেশের বন্দর এলাকায় শতশত পণ্য বোঝাই ট্রাক আটকা পড়বে। যার অধিকাংশই বাংলাদেশের গার্মেন্টস শিল্পের কাচামাল রয়েছে।
তবে এসময় বেনাপোল বন্দরের পন্য খালাশসহ সকল কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন