পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে শুটিং সমাপ্তির মাধ্যমে শেষ হয়েছে তানভীর মোকাম্মেলের নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রূপসা নদীর বাঁকে’-এর শুটিং। চলচ্চিত্রটি একজন বামপন্থী নেতার জীবনী নিয়ে যাঁকে ১৯৭১ সালে রাজাকারেরা হত্যা করেছিল। বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রটিতে তিরিশ দশকের স্বদেশী আন্দোলন, তেভাগা আন্দোলন, রাজশাহী জেলের খাপড়া ওয়ার্ডে বামপন্থীদের হত্যাসহ বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনাসমূহ একজন বিপ্লবীর জীবনের প্রেক্ষিতে তুলে ধরা হয়েছে। চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন মাহফুজুর রহমান খান। আবহসঙ্গীত সৈয়দ সাবাব আলী আরজু, শিল্পনির্দেশনা উত্তম গুহ, স¤পাদনা : মহাদেব শী, পোষাক : চিত্রলেখা গুহ, প্রধান সহকারী পরিচালক উত্তম গুহ, সহকারী পরিচালক সৈয়দ সাবাব আলী আরজু, সগীর মোস্তফা, রানা মাসুদ। অভিনয়ে জাহিদ হোসেন শোভন, খায়রুল আলম সবুজ, নাজিবা বাশার, রামেন্দু মজুমদার, চিত্রলেখা গুহ, কেরামত মওলা, ঝুনা চৌধুরী, আফজাল কবির, মাসুম বাশার, পাভেল, মতিউর রহমান সুমন, বৈশাখী ঘোষ, ইকবাল আহমেদ, অ্যান্ড্রু জোনস ও অন্যান্য।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন