শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

শেখ হাসিনার মন নরম হলে এত মানুষ গুম হতো না: মান্না

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৯, ৮:০৫ পিএম

শেখ হাসিনার মন নরম হলে এত মানুষ গুম হতো না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘শেখ হাসিনার মন নরম নয়, তার মন যদি নরম হতো তাহলে এতগুলো মানুষ গুম হতো না, ক্রসফায়ারে মারা হতো না। হাজার হাজার মানুষের নামে মামলা হতো না। ৩০ তারিখের ভোট, ২৯ তারিখ রাতে হতো না।’

আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘প্রতিহিংসার শিকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, অসহায় বিচার ব্যবস্থা, গণতন্ত্রের মুক্তি আর কতদূর’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।

আয়োজক সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

দুর্নীতি মামলায় সাজা পেয়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করার লড়াইয়ে পাশে থাকার ঘোষণা দিয়ে মান্না বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও খালেদা জিয়ার মুক্তির লড়াইয়ে আছি এবং থাকব।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এই সরকার কি শুদ্ধি অভিযান সফল করতে পারবে? যুবলীগের একটা দুইটা ধরছে, বাকিগুলো যদি ধরতে চায়, তাহলে যুবলীগ থাকবে না।’

তিনি বলেন, ‘দেখবেন, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন কোনো না কোনো বিষয়ের সঙ্গে জড়িত আছেই। হয় ক্যাসিনোর সঙ্গে, না হয় দুর্নীতি ও লুটপাটের সঙ্গে। গত ১০ বছরে লুটপাটের মহোৎসব সৃষ্টি করেছে এ সরকার। মানুষ ভেতরে ভেতরে ক্ষেপে গেছে, কিন্তু বলতে পারে না।’

মান্না আরও বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয়ের ইউনিট ছাত্রলীগের সভাপতি এক কোটি টাকার উপরে পেয়েছে, এটার কোনো মামলা হয়নি। ভাইস-চ্যান্সেলর কত টাকা পেয়েছেন এটা নিয়ে কোনো তদন্ত হয়নি, মামলা হয়নি।’

সরকারের সমালোচনা করে সাবেক ডাকসু ভিপি মান্না বলেন, খালেদা জিয়া কত টাকা লুট করেছেন? আওয়ামী লীগের ভাষায় দুই কোটি টাকা। যে টাকা ব্যাংকে রাখা হয়েছে, তা এখন ৮ কোটির উপরে হয়েছে। এই টাকা যে খালেদা জিয়া মেরে দিয়েছেন, তা প্রমাণ করতে পারেনি। সেই মামলায় সাজা দেয়া হয়েছে ১৭ বছর। তাহলে ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি ও বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি-সেক্রেটারির কত বছর সাজা হওয়া উচিত?’

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Mohammed Shah Alam Khan ৪ অক্টোবর, ২০১৯, ৯:০২ পিএম says : 0
সুন্দরভাবে মিথ্যাকে সত্যের মত রূপ দেয়ার একজন দক্ষ কারিগর হচ্ছেন এককালের ডাকসুর ভিপি মান্না। সেসময় তিনি করতেন বাম দল যেকারনে তাঁর মধ্যে ছিল অনেক ভাল ভাল দিক সেজন্যেই তিনি ডাকসুর ভিপি হতে পেরেছিলেন। এরপর তিনি লোভে পরে আওয়ামী লীগে যোগ দেন জননেত্রী শেখ হাসিনার অনুকম্পার মানে আশীর্বাদ নিয়ে এবং তিনি আর্থিক ভাবে নিজেকে করে তুলেন স্বাবলম্বী। আর আজ তাঁর মুখ থেকেই বের হচ্ছে ‘শেখ হাসিনার মন নরম নয়,’ সত্যই যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন নরম না হতো তাহলে তিনি আওয়ামী লীগে যোগ দিতে পারতেন না এবং নিজেকে স্বাবলম্বী করতে পারতেন না। মান্না এখন নেত্রী হাসিনার সম্পর্কে এভাবে কথা বলেন এটা একটা প্রশ্ন নয় কি??? আল্লাহ্‌ মান্নকে সত্য বলা ও সততার সাথে রাজনীত করার ক্ষমতা দান করুন। আমিন
Total Reply(0)
ঐ সব গুম কারা করছে? শেখ হাসিনা? ঐ সব গুম কারা শিখিয়েছিল আমাদের যুব সমাজকে তা কি আমরা ভুলে গেছি? ভুলি নাই এবং ভুলবোও না কোনোদিন। সুতরাং বেশি কথা না বলাই ভাল।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন