শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

আমরা স্বৈরাচার উৎখাত করতে চাই: মান্না

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২২, ৪:৪৪ পিএম

সোনার বাংলা ‘শ্মশানে’ পরিণত হয়েছে বলে উল্লেখ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

বুধবার (২ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির ৫০ বছর পূর্তি উপলক্ষে এক আলোচনা সভায় একথা বলেন তিনি।

মান্না বলেন, আমরা সবাই জানি বাংলাদেশের অর্থনীতির অবস্থা। রিজার্ভ নেই, আমদানি করার টাকা নেই, জিনিসপত্রের দাম বাড়ছে। সেই জিনিস কেনার মতো অর্থ মানুষের কাছে নাই। দুঃখের কথা শোনার মতো মানুষ নাই। বলবার জায়গা নাই।

তিনি আরও বলেন, স্বাধীনতার সময় আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম। স্বাধীনতার পরে সেই ঐক্য ভেঙে গেলো।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে মান্না বলেন, আমরা স্বৈরাচার উৎখাত করতে চাই, কিন্তু আরেকটি স্বৈরাচারকে ক্ষমতায় আনতে চাই না।

সংবিধানের পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, সংবিধানের সেসব ধারা পরিবর্তন করতে হবে যাতে করে আর কোনো স্বৈরাচার ক্ষমতায় না আসতে পারে। নতুন সংবিধান করতে হবে। প্রধানমন্ত্রীর ক্ষমতা অর্ধেক কেটে ফেলতে হবে।

জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুর, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু সহ আরও অনেকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন