স্টাফ রিপোর্টার : মাদকাসক্তির কারণ, মাদক প্রতিরোধে পরিবার-সমাজ ও রাষ্ট্রের ভূমিকা, মাদকের কুফল, সামাজিক সচেতনতা বৃদ্ধি, মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন, গণমাধ্যমের ভূমিকা, সুশীল সমাজের দায়বদ্ধতা- ইত্যাদি বিষয় নিয়ে হাসান আহমেদ চৌধুরী কিরণের পরিকল্পনা ও পরিচালনায় এটিএন বাংলায় শুরু হয়েছে মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা। অনুষ্ঠানটি সপ্তাহিক ভিত্তিতে প্রতি শুক্রবার সকাল ১১.০৫ মিনিটে প্রচার হয়। ডিবেট ফর ডেমোক্রেসি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে যৌথ আয়োজনে ঢাকার সেরা ৮টি কলেজ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। অংশগ্রহণকারী কলেজগুলো হচ্ছে- ভিকারুন নিসা নুন কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, মোহাম্মদপুর প্রিপারেটরি গার্লস কলেজ, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, সাউথ পয়েন্ট কলেজ, ঢাকা কমার্স কলেজ, শহীদ পুলিশ স্মৃতি কলেজ ও ঢাকা ক্যান্ট. গার্লস পাবলিক কলেজ। অনুষ্ঠানের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশে মাদকের বিস্তারের পাশাপাশি চাহিদা কী কারণে বাড়ছে তার কারণ অনুসন্ধান করতে হবে। তবে দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা, প্রতিহিংসামূলক ঘটনা, হানাহানি, কর্মসংস্থানের অভাব, শিক্ষার প্রতিকূল পরিবেশ মাদকের বিস্তারে প্রভাব রাখছে। সমাজ ও রাষ্ট্রে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার মধ্য দিয়েই মাদককে প্রতিরোধ করতে হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, আমাদের তরুণদের এই বিপথ থেকে ফিরিয়ে আনতে যুক্তিবাদী সমাজ গড়ে তোলার বিকল্প নেই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন