স্পোর্টস রিপোর্টার : পপুলার লাইফ ইনস্যুরেন্স ঢাকা মহানগরী উš§ুক্ত মহিলা ভলিবলের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার, ওয়ারী ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ পুলিশ। ঢাকা ভলিবল স্টেডিয়ামে আজ বিকেল সাড়ে তিনটায় প্রথম সেমিতে মুখোমুখি হবে ক-গ্রæপ চ্যাম্পিয়ন ওয়ারী ক্লাব ও খ-গ্রæপ রানার্সআপ ঢাকা বিশ্ববিদ্যালয়। একই সময়ে অন্য মাঠে দ্বিতীয় সেমিফাইনালে লড়বে খ-গ্রæপ চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার ও ক-গ্রæপ রানার্সআপ বাংলাদেশ পুলিশ। গতকাল প্রতিযোগিতার দ্বিতীয় দিনে বাংলাদেশ পুলিশ ৩-০ সেটে ভিকারুননিসা নুন স্কুলকে, ঢাকা বিশ্ববিদ্যালয় ৩-০ সেটে বিইউপিকে, ওয়ারী ক্লাব ৩-০ সেটে ভিকারুননিসাকে এবং বাংলাদেশ আনসার ৩-০ সেটে হারায় বিইউপিকে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন