শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ঝিনাইদহে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঝিনাইদহ থেকে মোস্তফা মাজেদ | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৯, ১১:০১ এএম

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে ঝিনাইদহ জেলা ছাত্রদল। বুধবার সকালে শহরের কলাবাগান মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিন করে। মিছিল শেষে এইচ এস এস সড়কের জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব এড. এম এ মজিদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ বিশ্বাস, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, যুগ্ম-সাধারণ সম্পাদক বাবলুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাহেদুর রহমান সাহেদ, ছাত্রদল নেতা বকতিয়ার, বাবু, মাহবুব হোসেন মিলু ও আসিফ কামাল বক্তব্য রাখেন। বক্তারা, মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার সাথে জড়িত ছাত্রলীগ নামধারী দুর্বৃত্তদের দ্রত বিচারের দাবি জানিয়ে বলেন, ছাত্ররা রাজপথে নামলে কারো জন্য সঙ্গল বয়ে আনবে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন