শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আগুনে প্রাণ গেল ঘুমন্ত চাচা-ভাতিজার

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৯, ১:৩৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় চায়ের দোকানে আগুনে পুড়ে ঘুমন্ত অবস্থায় চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- বায়েজীদ (১৮) ও আলমগীর (১৯)। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার শ্রীরামপুর গ্রামের একটি চায়ের দোকানের আগুনে পুড়ে তাদের মৃত্যু হয়। নিহতরা সম্পর্কে চাচা-ভাতিজা বলে জানিয়েছে পুলিশ।

নবীনগর থানার ওসি রণজিৎ রায় জানান, বায়েজীদ ও আলমগীর শ্রীরামপুর গ্রামের শাহজাহান মিয়ার চায়ের দোকানে কাজ করত।

রাত ৩টার দিকে দোকানে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। এ আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই বায়েজীদ ও আলমগীর মারা যান। পরে স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন