শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতাদের নাম ঘোষণা

প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ২০১৫-১৬ অর্থবছরে চলচ্চিত্র নির্মাণের জন্য সরকারি অনুদান পেয়েছেন ৮ জন নির্মাতা। গত মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে তথ্য মন্ত্রণালয়। এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে মনোনীত ৭ চলচ্চিত্রের ৮ জন নির্মাতাকে বিষয়টি জানানো হয়েছে। যেসব নির্মাতা অনুদান পেয়েছেন তারা হলেন মোরশেদুল ইসলামের আঁখি ও তার বন্ধুরা। হুমায়ূন আহমেদের দেবী উপন্যাস অবলম্বনে ‘দেবী’। এটি পরিচালনা করবেন মাকসুদ হোসাইন ও জয়া আহসান। বদরুল আনাম সৌদের গল্প ও পরিচালনায় গহীন বালুচর। কমল সরকারের চিত্রনাট্যে স্বপন চৌধুরীর পরিচালনায় বৃদ্ধাশ্রম, কামার আহমাদ সাইমনের পরিচালনায় শঙ্খধ্বনি, তুষার আবদুল্লাহ ও পান্থ প্রসাদের লেখা এবং পান্থ প্রসাদের পরিচালনায় সাবিত্রী চলচ্চিত্রগুলো। এদিকে একমাত্র প্রামাণ্যচিত্র হিসেবে অনুদান পেয়েছে বধ্যভ‚মিতে একদিন। এটির চিত্রনাট্য ও পরিচালনায় থাকছেন কাওসার চৌধুরী। প্রজ্ঞাপনে বলা হয়, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা, মানবীয় মূল্যবোধস¤পন্ন জীবনমুখী, রুচিশীল ও শিল্পমান বিবেচনায় এ ছবিগুলো নির্বাচন করা হয়েছে। আর চলতি বছরের অনুদানের জন্য অসংখ্য আবেদন থেকে যাছাই বাছাই করে সর্বমোট ১৮টি চলচ্চিত্রকে চ‚ড়ান্ত করা হয়েছিলো। সেখান থেকে প্রামাণ্যচিত্রটিসহ মোট ৭টি চলচ্চিত্রকে অনুদান দিয়েছে সরকার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন