বিনোদন ডেস্ক : চিত্রনায়ক রিয়াজ অন্য যে কোনো বছরের তুলনায় এবার অনেক বেশি ঈদের নাটক ও টেলিফিল্মে অভিনয় করে চলেছেন। এ ধারাবাহিকতায় সম্প্রতি অভিনয় করলেন মাসুম রেজা রচিত ও সালাহ উদ্দিন লাভলু পরিচালিত নাটক ‘কইন্যা’তে। এতে অন্য একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ছন্দা। রিয়াজ বলেন, ‘লাভলু ভাইয়ের কাজ নির্দ্বিধায় করি। নতুন এ কাজটি নিয়ে আমি খুব আশাবাদী। ছন্দার সঙ্গে প্রথম কাজ করেছি। বেশ গুণী একজন শিল্পী। চরিত্রানুযায়ী দারুণ পারফর্ম্যান্স করেছেন তিনি।’ ছন্দা বলেন, ‘লাভলু ভাইয়ের নির্দেশনায় এর আগেও বেশ কয়েকবার কাজ করেছি। প্রতিবারই মনে হয় নতুন কিছু শিখছি। এটা অন্য নির্দেশকদের ক্ষেত্রে খুবই কম হয়। তিনি অভিনয়টা শিল্পীর কাছ থেকে যথাযথভাবে বের করে আনেন। রিয়াজ ভাইয়ের সঙ্গে প্রথম কাজ করলাম, খুবই চমৎকার একজন মানুষ। একজন বড় মাপের শিল্পী। সালাহ উদ্দিন লাভলু বলেন, ‘মাসুম রেজা একটি অসাধারণ স্ক্রিপ্ট হচ্ছে কইন্যা। এতে রিয়াজ ও ছন্দা অসাধারণ অভিনয় করেছেন। রিয়াজ এবং ছন্দাকে সাধারণত দর্শক যেভাবে পর্দায় দেখেন তারচেয়ে ব্যতিক্রম দেখবেন এ নাটকে এবং আমার বিশ্বাস নাটকটি বেশ সাড়া ফেলবে।’ নাটকটি ঈদের দিন চ্যানেল আইতে প্রচার হবে। উল্লেখ্য এর আগে রিয়াজ সালাউদ্দিন লাভলু পরিচালিত ‘মোল্লাবাড়ির বউ’ চলচ্চিত্রে কাজ করেছিলেন। গত বছর ঈদে ছয় পর্বের ধারাবাহিক ‘লাঠি পাগল’-এ অভিনয় করেছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন