সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

নাট্যাঙ্গনে শৃঙ্খলা ও নাটকের মান উন্নয়নে টেলিভিশন সংগঠনগুলোর উদ্যোগ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

টেলিভিশন নাটকের শৃঙ্খলা ও মান ফেরাতে বিশেষ উদ্যোগ নিচ্ছে টেলিভিশনের পেশাজীবী সংগঠনগুলো। এখন থেকে সংগঠনের অনাপত্তিপত্র ছাড়া কোনো অভিনয়শিল্পী, পরিচালক, প্রযোজক, নাট্যকার নাটকের সাথে যুক্ত হতে পারবেন না। স¤প্রতি টেলিভিশন ইন্ডাস্ট্রির সাথে জড়িত চারটি সংগঠন ডিরেক্টরস গিল্ড, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, অভিনয় শিল্পী সংঘ ও টেলিভিশন নাট্যকার সংঘের নেতারা এমন সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ১ নভেম্বর থেকে চার সংগঠনের মধ্যে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হবে। গত বুধবার বিষয়টি অবহিত করতে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে বৈঠকে বসেন চার সংগঠনের নেতারা। এসময় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানও উপস্থিত ছিলেন। চার সংগঠনের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন মামুনুর রশীদ, এস এ হক অলিক, শহীদুজ্জামান সেলিম, ,সালাহউদ্দিন লাভলু, মাসুম রেজাসহ আরও অনেকে। বৈঠকে তারা নাটকের শৃঙ্খলা ফিরিয়ে আনতে তথ্যমন্ত্রীর সহায়তা কামনা করেন। সেই সাথে টেলিভিশন নাটকের নীতিমাল করার দাবি জানান তারা। সেই নীতিমালায় অনলাইন নাটকের সেন্সরশিপ এবং অতিমাত্রার বিজ্ঞাপন নিয়ন্ত্রণের বিষয়টি অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন তারা। এছাড়া টেলিভিশন মালিকরা যেন আন্তঃসাংগঠনিক সিদ্ধান্তের সাথে একাত্ম হন সেজন্য তথ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তারা। তথ্যমন্ত্রী চার সংগঠনের দাবিগুলো আমলে নিয়েছেন বলে জানা যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন