শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

প্রধানমন্ত্রীকে উৎসর্গ করে নদী বাঁচাও কবিতার অ্যালবাম

প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : প্রধানমন্ত্রীকে উৎসর্গ করে প্রকাশিত হয়েছে আবৃত্তির অ্যালবাম ‘নদী বাঁচাও’। কুটুমবাড়ি, কাকুর কিচেন ও আবাসননিউজ ডটকমের সহযোগিতায় এবং নাজমুল আহসানের আবৃত্তি করা নদী বিষয়ক মোট ১৮টি কবিতা ঠাঁই পেয়েছে অ্যালবামে। যেখানে রয়েছে মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ, রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের ছোট নদী ও ইচ্ছামতী, আবুল কাশেমের এ শহর এখন, রোজিনা ইসলামের সেই নদীটি, রকিবুল হাসানের গড়াই নদী, জীবনানন্দ দাশের নদী, আবার আসিব ফিরে ও অনেক নদীর জল, জিনাত ইসলামের ইছামতি, অনিকেত রাজেশের সুরমার জল, আহসান হাবীবের আমি, বুদ্ধদেব বসুর নদী স্বপ্ন, মোহন রায়হানের যমুনা পাড়ের মেয়ে, নীপবীথির নদী ও আমি, আবুল কাশেমের কী কথা প্রধান হয়ে ওঠে এবং শুভেন্দু ধারার নদী বিষয়ক কবিতা। নিয়াজ মোহাম্মদ তারিকের গ্রন্থনায় অ্যালবামটিতে ধারা বর্ণনা করেছেন শায়লা নাসির কেয়া। অ্যালবামটিতে গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী মহলানবীশ। অ্যালবামটির আবহ সঙ্গীত ও স¤পাদনা করেছেন শাহরিয়ার আহমেদ কাজল। অ্যালবামটির কাভারে ব্যবহার করা হয়েছে নদী স¤পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য। সেটি হলো কোনো প্রভাবশালী ব্যক্তি আমাদের নদী ও জলাশয়গুলো ধ্বংস করছে, তা আপনাদের দেখতে হবে এবং তারা যে-ই হোক না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন