সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

মাধুরীর আগামী প্রযোজনা ‘পঞ্চক’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৯, ১২:০৪ এএম

আর অ্যান্ড এম মুভিং পিকচার্সের ব্যানারে তাদের প্রথম চলচ্চিত্র ‘ফিফটিন অগাস্ট’ নির্মাণের পর মাধুরী দীক্ষিত নেনে এবং তার স্বামী ডা. শ্রীরাম নেনে তাদের প্রযোজনায় নতুন ফিল্ম ‘পঞ্চক’-এর নাম ঘোষণা করেছেন। মহারাষ্ট্রের কোনকান গ্রামের পটভূমিতে হাস্যকর মৃত্যুভয়, সামাজিক বিধিনিষেধ এবং কুসংস্কার নিয়ে মারাঠি ভাষার কমেডি ফিল্মটি নির্মিত হবে। মাধুরী বলেছেন : “একটি পরিবার, তাদের বিশ্বাস এবং কুসংস্কারের নিয়ে চলচ্চিত্রটির কাহিনী। এটি একটি ফ্যামিলি কমেডি; আশা করছি সবাই আনন্দ পাবে।” ডা. শ্রীরাম নেনে বলেন : “খুব সরল গল্প। কুসংস্কার আমাদের অনেক সময় আচ্ছন্ন কররে ফেরতে পারে, এতে অহেতুক মৃত্যুভয় সৃষ্টি হতে পারে যা থেকে অবিশ্বাস্য পরিস্থিতির সৃষ্টি হয়। আমরা এই ফিল্মটি প্রযোজনার সুযোগ পেয়ে রোমাঞ্চিত। অতুলনীয় শিল্পী ও কুশলীদের একত্র করার জন্য আমরা পরিশ্রম করেছি। আশা করি দর্শকরা ভাল হাস্যরস উপভোগ করবেন।” ‘পঞ্চক’ পরিচালনা করবেন জয়ন্ত জাথার। অভিনয় করবেন আদিনাথ কোথারে, তেজশ্রী প্রধান, আনন্দ ইঙ্গালে, নন্দিতা পাটকর, ভারতী আচারেকর, বিদ্যাধর জোশি, সতীশ আলেকর, সাগর তালাশিকার, দীপ্তি দেবী এবং আশিস কুলকার্নি। শুটিং শুরু হয়েছে ১০ অক্টোবর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন