সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

সেরা বাংলাবিদ হলেন শাজেদুর রহমান শাহেদ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৯, ১২:০৪ এএম

ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ২০১৯ এর সেরা বাংলাবিদ হলেন শাজেদুর রহমান শাহেদ। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ র্ব্যান্ড ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগ, পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় বাংলা ভাষা নিয়ে দেশের সবচেয়ে বড় মেধাভিত্তিক টিভি রিয়্যালিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ৩য় বর্ষের মহোৎসব রাজধানী প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়েছে। নতুন প্রজন্মের কাছে শুদ্ধ বাংলা, বানান ও ব্যবহার ছড়িয়ে দিতে ইস্পাহানি মির্জাপুর আয়োজন করে এ বাংলা প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার, বানানচর্চা, শুদ্ধ উচ্চারণ ও ব্যাকরণের সঠিক প্রয়োগের মাধ্যমে ভিন্ন ভিন্ন পর্যায় শেষে চূড়ান্ত প্রতিযোগীদের নির্ধারণ করা হয়। প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং ভাষা বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বিচারকমন্ডলী পুরো প্রক্রিয়ার সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। প্রধান বিচারক হিসেবে বাংলাবিদে ছিলেন সাহিত্যিক ও কিশোর আলো স¤পাদক আনিসুল হক, অধ্যাপক ড. সৌমিত্র শেখর, মিডিয়া ব্যক্তিত্ব ত্রপা মজুমদার। এছাড়া অতিথি বিচারক হিসেবে ডঃ হোসেন জিল্লর রহমান উপস্থিত ছিলেন। চূড়ান্তপর্বে বগুড়ার শাজেদুর রহমান শাহেদ সেরা বাংলাবিদ হবার গৌরব অর্জন করে এবং জিতে নেয় ১০ লাখ টাকার মেধাবৃত্তি এবং দ্বিতীয় স্থান অধিকারী ময়মনসিংহের অন্তিকা জান্নাত পেয়েছে ৩ লাখ টাকা ও তৃতীয় স্থান অধিকারী বরিশালের অয়ন চক্রবর্তী পেয়েছে ২ লাখ টাকার মেধাবৃত্তি। এ ছাড়াও প্রথম দশজন প্রতিযোগী প্রত্যেকে পেয়েছে ১টি ল্যাপটপসহ ব্যক্তিগত লাইব্রেরি করার জন্যে ৫০ হাজার টাকা সমমূল্যের বাংলা বই ও বইয়ের আলমারি। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা: দিপু মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. এম. ইস্পাহানি লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মির্জা শাকির ইস্পাহানি এবং পরিচালক মির্জা আলী ইস্পাহানি। এছাড়া উপস্থিত ছিলেন ইস্পাহানি টি লিমিটেড এর মহাব্যবস্থাপক জনাব ওমর হান্নান এবং চ্যানেল আই ও ইস্পাহানির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন