স্টাফ রিপোর্টার : জনপ্রিয় ঔপন্যাসিক হুমায়ূন আহমেদের 'কৃষ্ণপক্ষ' উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র কৃষ্ণপক্ষ সেন্সর ছাড়পত্র পেয়েছে। এটি এখন মুক্তি দেয়ার প্রক্রিয়া চলছে। ২৬ ফেব্রæয়ারি মুক্তি দেয়া হতে পারে বলে জানা যায়। সিনেমাটির পরিচালক মেহের আফরোজ শাওনের ইচ্ছে ছিল গত বছরের ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিনে সিনেমাটি মুক্তি দেয়ার। কিন্তু শুটিং চলাকালে রিয়াজ হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় এর শুটিং সময়মতো শেষ করা যায়নি। ফলে নির্মাণ ও মুক্তির তারিখ পিছিয়ে যায়। এ সিনেমায় রিয়াজের বিপরিতে অভিনয় করছেন মাহি। এছাড়া মৌটুসী বিশ্বাস, তানিয়া আহমেদ, আজাদ আবুল কালাম, কায়েস আহমেদ, ফারুক আহমেদ এবং আরও অনেকে অভিনয় করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন