শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

সুবাহর ইচ্ছা সুপারস্টার হওয়া

মারুফ সরকার: | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

ছোটবেলা থেকে একটাই স্বপ্ন, নায়িকা হবেন। আলো ছড়াবেন রূপালি পর্দায়। হুমায়রা সুবহার সেই স্বপ্নপূরণ এখন কেবলই সময়ের অপেক্ষা। খুব শিগগির তাকে নায়িকা হিসেবে দেখা যাবে। সুবাহ অভিনীত দুইটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। দেওয়ান নাজমুল পরিচালিত ‘তোরে কত ভালোবাসি’ ও মোহাম্মদ আসলামের ‘সমাধান’। হুমায়রা সুবহার ইচ্ছা, তিনি নিয়মিত চলচ্চিত্রে কাজ করবেন। তিনি বলেন, স্বপ্ন দেখি একজন দক্ষ অভিনেত্রী হবো, নামকরা নায়িকা হবো যে কিনা সুপারস্টার। চলচ্চিত্রে আমার অবস্থা শক্ত হবে। এটা অনেক কঠিন হবে। আমার মতো অনেকেই এখানে কাজ করতে আসছেন। দাড়াতে পারছেন খুব কম, ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছে। কিন্তু আমি নিজেকে লাকি মনে করছি, কারণ গায়িকা হতে এসে নায়িকা হয়েছি। বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে। সবার কাছে দোয়া চাই, আমি নিজেকে প্রমাণ করতে চাই। উল্লেখ্য, হুমাইরা সুবাহ মৌলিক গান দিয়ে সঙ্গীতাঙ্গনে যাত্রা শুরু করেন। গত পহেলা বৈশাখ উপলক্ষে প্রকাশিত বৈশাখী গান দিয়ে পথচলা শুরু করেন। তবে সিনেমার পাশাপাশি নিয়মিত গান, নাটক ও বিজ্ঞাপনের কাজ করতে চান। সুবাহ বলেন, স্বপ্ন নিয়ে শোবিজে পা রাখা। সেই স্বপ্নের পাখা মেলতে যাচ্ছে। মা চেয়েছিলেন গায়িকা হবো, তবে আমার স্বপ্ন ছিল নায়িকা হবো। দুজনেরই স্বপ্ন পূরণ হয়েছে। সামনেই আমার দুইটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে বড় পর্দায় নিজেকে প্রতিষ্ঠা করতে পারি। সিনেমার পাশাপাশি নিয়মিত গান করব এবং নাটক, বিজ্ঞাপনে ও নিয়মিত হতে চাই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন