শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

বিনিয়োগে যাচ্ছে আইসিবি

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৯, ৮:১৫ পিএম

শেয়ারবাজারের চলমান মন্দাবস্থায় অনেক কোম্পানির শেয়ার দর এখন তলানিতে। এই সমস্যা কাটিয়ে তুলতে সক্রিয় ভূমিকা রাখবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। এ লক্ষ্যে সোনালি ব্যাংক থেকে পাওয়া ২০০ কোটি টাকার পুরোটাই সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। এছাড়া আইসিবিসহ সাবসিডিয়ারি প্রতিষ্ঠানগুলোও শেয়ারবাজারে সামর্থ্য অনুযায়ি বিনিয়োগ করবে।

সোমবার (১৪ অক্টোবর) আইসিবি ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এর মধ্যে আলোচনায় এ তথ্য জানানো হয়েছে। ডিবিএর সভাপতি শাকিল রিজভী বলেন, শেয়ারবাজারের মূল্য-আয় অনুপাত (পিই) এখন বটম লাইনে চলে এসেছে। ডিএসইর পিই ১২ কাছে অবস্থান করছে। এর আগে ১২ পিইতে আসার পরে শেয়ারবাজার স্বাভাবিকভাবেই ঘুরে দাড়িঁয়েছে। এবারও ঘুরে দাড়াবে বলে সভায় আশাবাদী তিনি। শেয়ারবাজার বর্তমান অবস্থা থেকে ঘুরে দাড়াবে বলে আইসিবির বিশ্লেষক টিমও মনে করছে।

তিনি বলেন, সোনালি ব্যাংক থেকে আইসিবি সোমবার ২০০ কোটি টাকা পেয়েছে। যার পুরোটাই সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ করবেন বলে জানিয়েছেন আইসিবির ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসাইন। এছাড়া আইসিবিসহ এর সাবসিডিয়ারি প্রতিষ্ঠানগুলোও সামর্থ্য অনুযায়ি বিনিয়োগ করবে বলে জানিয়েছেন। তবে সেটা ভালো কোম্পানিতে বিনিয়োগের জন্য পরামর্শ দিয়েছি।

বাজারের আকার বড় হয়ে যাওয়ায় এখন আইসিবির পক্ষে এককভাবে প্রত্যক্ষ সাপোর্ট দেওয়া সম্ভব হয় না বলে বৈঠকে আলোচনা হয়েছে। তাই আইসিবির মতো আরেকটি প্রতিষ্ঠান গঠন বা ২০-২৫ জন বাজার সৃষ্টিকারী (মার্কেট মেকার) তৈরী করা দরকার। বিষয়টি নিয়ে কমিশনেও আলোচনা করা হবে- বলে জানান শাকিল রিজভী। এদিকে আইসিবির ন্যায় ব্রোকাররাও শেয়ারবাজারে সামর্থ্য অনুযায়ি ভূমিকা রাখবেন বলে সভায় জানিয়েছেন শাকিল রিজভী। বৈঠকে ডিবিএ ও আইসিবির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন