শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

তিন বছর পর মাকসুদ ও ঢাকার অ্যালবাম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

তিন বছর পর নতুন অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে ব্যান্ড দল মাকসুদ ও ঢাকা। গত কয়েকটি অ্যালবামের মতো নতুনটিতেও থাকছে বিদেশি শিল্পী। অ্যালবামের নাম রাখা হয়েছে গ্লোবাল বাউলিয়ানা। অ্যালবামের গানে জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও সামাজিক পরিবেশকে প্রাধান্য দেওয়া হবে। মাকসুদ হক বলেন, অ্যালবামের কাজ গত তিন বছরেরও বেশি সময় ধরে আমরা করছি। এটি করতে আমরা নানা ধরনের বিশ্লেষণ ও গবেষণাও করতে হয়েছে। ইতোমধ্যে ৯টি ট্র্যাকের কাজ শেষ পর্যায়ে আছে। অ্যালবামটিতে ফকির লালন সাঁই থেকে শুরু করে আজম খান বা বব মার্লির শান্তির বার্তাও থাকবে। গানগুলোতে রেগে, ব্লুজ, জ্যাজ থেকে দক্ষিণ এশীয় শাস্ত্রীয় সংগীতের স্বাদ থাকবে। তিনি বলেন, অ্যালবামে অতিথি গিটার শিল্পী থেকে স্যাক্সোফোন, ট্রমবনসহ বেশ কিছু বাদ্যযন্ত্র ব্যবহৃত হবে। থাকবে আফ্রো-ক্যারিবিয়ান ও ভারতীয় টানও। অ্যালবামে কয়্যারও থাকবে। আর এতে কাজ করেছেন সংগীতশিল্পী এলিটা করিম, শুশারাত জাহান আচল ও সিজে রেসি। তবে অ্যালবাম প্রকাশের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। প্রথম দফায় তিনটি ভিডিও গান অবমুক্ত করা হবে বলে জানালেন মাকসুদ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন