শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

একজন জঙ্গিও পালাতে পারবে না : এরদোগান

যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ, তুরস্ক যাচ্ছেন পেন্স ও পম্পেও

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) একজন যোদ্ধাও সিরিয়ার উত্তরাঞ্চল থেকে পালানোর সুযোগ পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান। মার্কিন প্রভাবশালী দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল মঙ্গলবার তুর্কি এই প্রেসিডেন্টের একটি নিবন্ধ প্রকাশ করেছে। এতে সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের সামরিক অভিযান ঘিরে পশ্চিমা বিশ্বের ভয়ের জবাবে ওই হুঁশিয়ারি দিয়েছেন এরদোগান। তুর্কি এই প্রেসিডেন্ট বলেছেন, আমরা নিশ্চিত করবো যে, ইসলামিক স্টেটের কোনো জঙ্গিই সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চল ছাড়তে পারবে না। কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে তুরস্কের অভিযানে জিহাদিরা গণহারে পালাতে পারে; পশ্চিমা বিশ্বের দেশগুলোর এমন উদ্বেগ ভ-ামিপূর্ণ। এরদোগান লিখেছেন, ‘আইএসের বিরুদ্ধে তুরস্কের লড়াইয়ে আজকে যারা নীতিবাক্য ছুড়ছে, তারাই ২০১৪ ও ২০১৫ সালে বিদেশি সন্ত্রাসী যোদ্ধাদের অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ হয়েছিল।’ সিরিয়ায় সামরিক অভিযান বন্ধের দাবি জানিয়ে সোমবার তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ন্যাটোর সহযোগী এই দেশটি সিরিয়ায় বেসামরিক মানুষের জীবন ঝুঁকিতে ফেলেছে অভিযোগ করে ওয়াশিংটন। একই সঙ্গে চরমপন্থীদের সিরিয়া থেকে পালানোর সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছে। তুরস্কের অভিযানের কারণে ডিটেনশন কেন্দ্রগুলোতে নিরাপত্তাব্যবস্থা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে বলে কুর্দি কর্তৃপক্ষ দাবি করেছে। তারা বলছে, রোববার আইন ইসসার একটি শিবির থেকে আইএসের পরিবারের কমপক্ষে ৮০০ সদস্য পালিয়ে গেছে। এছাড়া শুক্রবার একটি কারাগার ভেঙে আইএসের আরো পাঁচ জিহাদি বেরিয়ে গেছে। অপর এক খবরে বলা হয়, সিরিয়ার কুর্দিদের বিরুদ্ধে তুরস্কের সামরিক অভিযান বন্ধ করার ব্যাপারে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে রাজি করাতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আংকারার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। তুর্কি প্রেসিডেন্ট এরইমধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করার পরও মার্কিন সরকার এই উদ্যোগ নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধবিরতিতে তুরস্ককে রাজি করানোর জন্য আংকারার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। এ সময় তিনি দাবি করেন, সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের সামরিক বাহিনী যে অভিযান চালাচ্ছে তা তার প্রশাসনের সবুজ সঙ্কেতের কারণে নয়। রয়টার্স, ওয়াল স্ট্রিট জার্নাল, আল-জাজিরা।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন